বিনোদন ডেস্ক(২৬ জানুয়ারী):পদ্মভূষণ’ খেতাবে ভূষিত হচ্ছেন ভারতের প্রথম ‘সুপারস্টার’ তকমা পাওয়া বলিউডি অভিনেতা রাজেশ খান্না। এ বছর পদ্ম পুরস্কারের জন্য মনোনীত ব্যক্তিদের নামের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়েছে গতকাল শুক্রবার। আগামী মার্চ ও এপ্রিল মাসে আনুষ্ঠানিকভাবে পুরস্কার দেওয়া হবে।
এ বছর বিভিন্ন অঙ্গনের মোট ১০৮ জনকে এই পুরস্কার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ভারত সরকার। বলিউডের তারকাদের মধ্যে পদ্মভূষণ খেতাব পাচ্ছেন রাজেশ খান্না ও শর্মিলা ঠাকুর। এ ছাড়া পদ্মশ্রী খেতাবে ভূষিত হচ্ছেন শ্রীদেবী, নানা পাটেকার, নির্মাতা রমেশ সিপ্পি ও ফ্যাশন ডিজাইনার ঋতু কুমার। সম্প্রতি এক খবরে এমন তথ্য জানিয়েছে পিটিআই।
পদ্ম পুরস্কারের জন্য মনোনীত ব্যক্তিদের তালিকায় আরও ঠাঁই পেয়েছেন প্রয়াত কৌতুকাভিনেতা জাসপাল ভাট্টি ও মালয়ালাম অভিনেত্রী মধু।
নিউজরুম