নতুন ছবিতে কারিনা কাপুর ও ইমরান খান

0
194
Print Friendly, PDF & Email

বিনোদন ডেস্ক(২ জানুয়ারী):করন জোহর প্রযোজিত নতুন ছবিতে কাজ করছেন কারিনা কাপুর ইমরান খান। নাম গোরি তেরে পেয়ার মেঁ। তাঁদের পুরোনো পরিচালককেই পাচ্ছেন এই জুটি। এর আগে পুনিত মালহোত্রার এক ম্যায় ঔর এক তু ছবিতে কাজ করেছিলেন তাঁরা দুজন। এবারও পুনিতই পরিচালক।
আর জন্য ছুটি বাদ দিয়ে জলদি কাজে নেমে পড়বেন ইমরান খান। মাত্রই শেষ হলো অক্ষয় কুমার সোনাক্ষী সিনহার সঙ্গে তাঁর একটি ছবির শুটিং। সাধারণত একটি ছবির পর কিছুদিন বিশ্রাম নিতে চান তিনি। তবে এবার যত তাড়াতাড়ি সম্ভব, শুটিং শুরু করতে আগ্রহী ইমরান। গোরি তেরে পেয়ার মেঁ ছবির শুটিং শুরু হবে মার্চে। পিটিআই

 

নিউজরুম

 

শেয়ার করুন