বিনোদন ডেস্ক(২৬ জানুয়ারী):এক বছর বিরতি শেষে আবার মঞ্চে গান গাইবেন অ্যাডেলে। ফেরার জন্য এর চেয়ে ভালো মঞ্চ আর কী হতে পারে!
অস্কারের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে গাইবেন তিনি। জানা গেছে, এ অনুষ্ঠানে ‘জেমস বন্ড’ সিরিজের সর্বশেষ ছবি স্কাইফল–এর থিম গানটি গাইবেন তিনি। আর এবার অস্কারে ‘সেরা অরিজিনাল সং’ বিভাগে মনোনয়নও পেয়েছে গানটি।
অ্যাডেলে বললেন, ‘অস্কারে মনোনয়ন পাওয়াটা অনেক বড় সম্মান। আর সেখানে গান গাওয়াটাও।’
আর একাডেমি অ্যাওয়ার্ডসের টুইটার অ্যাকাউন্টে লেখা হয়েছে, ‘সেরা চার শব্দ: অস্কারে গান গাইবেন অ্যাডেলে’। ২৪ ফেব্রুয়ারি হবে এ অনুষ্ঠান। এএনআই।
নিউজরুম