অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে উঠেছেন অ্যান্ডি মারে

0
190
Print Friendly, PDF & Email

স্পোর্টস ডেস্ক(২ জানুয়ারী):সুইজারল্যান্ডের রজার ফেদেরারকে হারিয়ে শুক্রবার অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে উঠেছেন অ্যান্ডি মারে। বছরের প্রথম গ্র্যান্ড স্লাম জয়ের লড়াইয়ে ব্রিটিশ এই তারকা মুখোমুখি হবেন আগেই ফাইনাল নিশ্চিত করা নোভাক জোকোভিচের।
মারে আজ জিতেছেন , , , , গেমে হাড্ডাহাড্ডি লড়াইয়ে ফেদেরারকে হারাতে তাঁর সময় লাগে দীর্ঘ চার ঘণ্টা। এর আগে গ্র্যান্ড স্লাম লড়াইয়ে কখনোই ফেদেরারকে হরাতে পারেননি অ্যান্ডি মারে।
ম্যাচ শেষে ২৫ বছর বয়সী মারে সাংবাদিকদের বলেন, ‘তাঁর (ফেদেরার) বিপক্ষে খেলা সব সময়ই কঠিন। টাইব্রেকে আমি আমার সেরাটা খেলতে পারিনি।
শিরোপা জয় করতে হলে মারেকে হারাতে হবে টেনিসের বর্তমান এক নম্বর খেলোয়াড় নোভাক জোকোভিচকে। শিরোপা নির্ধারণী লড়াইয়ের প্রতিপক্ষ সম্পর্কে মারে বলেন, ‘এখানে সে (জোকোভিচ) তাঁর সেরা টেনিস খেলে। এটা তাঁর টানা তৃতীয় অস্ট্রেলিয়ান ওপেন ফাইনাল। আমাকে অবশই খুব ভালো খেলতে হবে।সূত্র: রয়টার্স

 

নিউজরুম

 

শেয়ার করুন