স্পোর্টস ডেস্ক(২৬ জানুয়ারী):৪৯ বলে অপরাজিত ৭০ রান—৭ চার, ২ ছয়। লড়াকু এক ইনিংসের পরও রংপুর রাইডার্সের হার ঠেকাতে পারলেন না নাসির হোসেন। বাকি ব্যাটসম্যানদের ব্যর্থতায় আজ শুক্রবার খুলনা রয়েল বেঙ্গলসের কাছে ৯ রানে হেরে গেছে রংপুর।
টস জিতে প্রথমে ব্যাট করে ৭ উইকেটে ১৫০ রান তোলে খুলনা। জবাবে শেষ পর্যন্ত লড়ে ৭ উইকেট হারিয়েই ১৪১ রান তুলতে সক্ষম হয় আবদুর রাজ্জাকের দল রংপুর।
১৫১ রানের লক্ষ্যটা রংপুরের জন্য কঠিন ছিল না মোটেই। তবে শুরু থেকে একের পর এক উইকেট বিসর্জন দিয়ে ম্যাচটা প্রায় ‘অসম্ভব’ করে তোলেন রংপুরের ব্যাটসম্যানরা। দলীয় ১০ রানে প্রথম উইকেটের পতন। এর পর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে রংপুর। ধ্বংসস্তূপের মাঝে দাঁড়িয়েই এক প্রান্ত আগলে রেখে লড়লেন শুধু নাসির হোসেন। কিন্তু তাঁকে যথার্থ সহায়তা দিতে পারেননি সতীর্থরা। তাইতো নাসিরের শত প্রচেষ্টাও শেষ পর্যন্ত সফলতার মুখ দেখেনি।
এ ম্যাচে ব্যর্থতার পরিচয় দেন বিজয়ী খুলনার ব্যাটসম্যানরাও। ইনিংসের তৃতীয় বলে প্রথম উইকেট হারায় খুলনা। দলীয় সংগ্রহ তখন ২ রান। এক পর্যায়ে দলীয় ৪৮ রানে চারটি উইকেটের পতন ঘটে। মনে হচ্ছিল, খুলনাকে আজ বড় লজ্জা ‘উপহার’ দিতে চলেছেন ব্যাটসম্যানরা। তবে শেষ পর্যন্ত তা হয়নি। এর কৃতিত্ব শাহরিয়ার নাফীস ও ড্যানিয়েল হ্যারিসের।
৫০ বলে অধিনায়ক নাফীস করেন ৫৩ রান। ৪১ বলে ৪৮ রানে অপরাজিত থাকেন হ্যারিস। শেষের দিকে ফরহাদ রেজার ১২ বলে ২৪ রানের ইনিংসটিও বেশ কাজে দিয়েছে। নাফীস, হ্যারিস ও ফরহাদ রেজা ছাড়া খুলনার কোনো ব্যাটসম্যানই দুই অঙ্কের সংগ্রহ গড়েতে পারেননি।
সংক্ষিপ্ত স্কোর:
খুলনা: ১৫০/৭ (২০ ওভার)
নাফীস ৫৩, হ্যারিস ৪৮*, ফরহাদ ২৪
মাসকারেনহাস ৩/২৩, শরীফ ৩/২২
রংপুর: ১৪১/৭ (২০ ওভার)
নাসির ৭০*, মাসকারেনহাস ১৯
জাদরান ৩/২১
ফল: খুলনা ৯ রানে জয়ী।
নিউজরুম