নিজস্ব প্রতিবেদক (২৪জানুয়ারী): নাটোরের সিংড়ায় বৃহস্পতিবার পৃথক দু’টি দূর্ঘটনায় এক মোটর সাইকেল আরোহী নিহত এবং ৩জন আহত হয়েছেন।
পুলিশ জানায়, বিকেল ৪টায় উপজেলার জোলার বাতা নামক স্থানে বগুড়াগামী একটি মোটর সাইকেলে ও নাটোরগামী একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই মোটর সাইকেল চালক সোহেল রানা (৩৫)’র মৃত্যু হয় এবং নন্দীগ্রামের চৌদিঘী গ্রামের মজিবর রহমার (৫০) আহত হয়। অপরদিকে দুপুর সাড়ে ১২টার দিকে সিংড়া পৌর এলাকার নিংগইন পেট্রোল পাম্পের কাছে নাটোরগামী একটি মোটর সাইকেলের সাথে বগুড়াগামী অপর একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে।
এতে উপজেলার শেরকোল ইউনিয়নের আ’লীগ নেতা ও সাবেক মেম্বার তোরাণ আলী (৪৮) এবং সিধাখালী গ্রামের শিতল মন্ডল (৫২) গুরুতর আহত হন।
সম্পাদনা, আনোয়ার হোসেন আলীরাজ হেড অব নিউজ