চট্টগ্রামে ৫৭০ পিস ইয়াবাসহ আটক ২

0
247
Print Friendly, PDF & Email

চট্টগ্রাম (২৪জানুয়ারী) : নগরীর চান্দগাঁও থানার বহদ্দারহাট এলাকায় অভিযান চালিয়ে বুধবার গভীর রাতে ৫৭০ পিস ইয়াবাসহ দুই বিক্রেতাকে আটক করেছে ৠাব।

আটক দু’জন হলেন, কক্সবাজার জেলার টেকনাফ থানার মুচনী নয়াপাড়া গ্রামের মোহাম্মদ হোসেনের ছেলে আজিজুল হক (৪০) এবং একই এলাকার আবদুর রশিদের পুত্র মো. আলম (২৩)।

ৠাব-৭ এর সহাকারী পরিচালক এএসপি মফিজুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে বহদ্দারহাটের  মিনিলা  টাওয়ারের মরিয়ম আবাসিক হোটেলে অভিযান চালায়। এসময় ওই হোটেলের ৪০৬ নম্বর কক্ষ থেকে দুই ব্যক্তিকে ‌আটক করা হয়। পরে তাদের কাছ থেকে ৫৭০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।আটক দু’মাদক বিক্রেতার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনুগ ব্যবস্থা নেয়া হচ্ছে বলে তিনি জানান।

নিউজরুম

শেয়ার করুন