রুপসীবাংলা ডেস্ক (২৪জানুয়ারী): এবার ভারতের পশ্চিমবঙ্গে বসানো হল এক বিশেষ দ্রুত বিচার আদালত (ট্রাইব্যুনাল)। যেখানে শুধুই মহিলাদের ওপরে নির্যাতন সংক্রান্ত মামলাগুলির বিচার হবে। দেশের প্রথম এই ধরণের বিশেষ এই মহিলা আদালতে বিচারক, আইনজীবী, কর্মচারী সবাই হবেন মহিলা। পশ্চিমবঙ্গের মালদা জেলায় এই আদালতের আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে।
ভারতে মহিলাদের ওপরে যৌন নির্যাতনের ক্রমবর্ধমান ঘটনা এবং দিলি্লর সামপ্রতিক গণ ধর্ষণের ঘটনার প্রেক্ষিতে প্রতিটি রাজ্যকেই এধরণের বিশেষ মহিলা আদালত তৈরির উপদেশ দিয়েছে দেশের সর্বোচ্চ আদালত, সুপ্রিম কোর্ট। সেই নির্দেশ অনুসারেই, পশ্চিমবঙ্গে প্রথম এই ধরণের বিশেষ নারী আদালত গঠিত হল।
এই আদালতের জন্য দুজন মহিলা বিচারক ও কর্মী ইতিমধ্যেই নিয়োগ করা হয়েছে। সরকারী উকিল হিসাবে মালদা আদালতেরই দুজন মহিলা সরকারী আইনজীবীকে নিয়োগ করা হয়েছে।
নিউজরুম