নাটোরে ট্রলির ধাক্কায় কলেজ ছাত্র নিহত

0
154
Print Friendly, PDF & Email

নাটোর (২৪জানুয়ারী) : নাটোর সদর উপজেলার তেবারিয়ার আরমান মোড়ে মাটি টানার ট্রলির ধাক্কায় আনাফ (২৭) নামে রাজশাহী সরকারি কলেজের এক ছাত্র নিহত ও একজন আহত হয়েছেন।

বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে সাইকেলে করে তেবারিয়ার দিকে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা মাটি টানার একটি ট্রলি ধাক্কা দিলে ঘটনাস্থলেই তিনি নিহত হয়। এ সময় ট্রলি মালিকের পক্ষের দু`জনের ওপর বিক্ষুব্ধরা হামলা করলে তাকে রক্ষা করতে গিয়ে পুলিশও হামলার শিকার হয়েছে বলে জানা গেছে। আনাফ তেবারিয়া দক্ষিণ পাড়ার আবু সাঈদের ছেলে।

নাটোর থানার উপ পরিদর্শক (উপ পরিদর্শক) জাহাঙ্গীর হোসেন জানান, এ ঘটনার প্রতিবাদে এলাকাবাসী রাস্তা অবরোধ করে ঘাতক ট্রলিকে আটক ও ভাঙচুর করে। এ সময় একই এলাকার ট্রলির মালিক মঞ্জুর পক্ষে রেজাসহ আরেকজন সেখানে গেলে বিক্ষুব্ধ গ্রামবাসী তাদের ওপর হামলা চালায়। তাদের রক্ষা করতে পুলিশ এগিয়ে গেলে জনতা পুলিশের ওপর চড়াও হয়।

বর্তমানে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।

নিউজরুম

শেয়ার করুন