ঢাকা (২৪জানুয়ারী) : বিশ্ব ব্যাংকের বিদায়ী কান্ট্রি ডিরেক্টর অ্যালেন গোল্ডস্টেইনকে বাংলাদেশের রাজনীতি করার পরামর্শ দিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত।
বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে ক্রয় সংক্রান্ত মন্ত্রিপরিষদের বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ আহ্বান জানান।
তিনি বলেন, ‘অ্যালেন গোল্ডস্টেইন দাবি করেন তিনি বিশ্বে খুব জনপ্রিয় ব্যক্তিত্ব। পদ্মা সেতুর দুর্নীতির বিরুদ্ধে অবস্থান নিয়ে তার এ জনপ্রিয়তা হয়েছে। তাই আমি তাকে পরামর্শ দিব বিশ্বব্যাংকের চাকরি ছেড়ে বাংলাদেশের এসে রাজনীতি করুন।’
এ সময় অর্থমন্ত্রী বলেন, ‘বিশ্ব ব্যাংক দুর্নীতির প্রমাণ না পাওয়ার পরেও বিশ্ব ব্যাংকের পরামশে সৈয়দ আবুল হোসেনকে সারিয়ে দেওয়া হয়েছে। এর মাধ্যমে আমরা দেখাতে চেয়েছি আমরা দুর্নীতির বিরুদ্ধে।
নিউজরুম