২৪ জানুয়ারি, ২০১৩:
ছুঁয়ে যায়
সমুদ্র ছুঁয়ে যায়
লালরঙা ট্রেন
লোনা হাওয়া ছুঁয়ে ছুঁয়ে
সাতটা তিরিশে—
ছুঁয়ে যায় লোকালয়
রকমারি ওঠানামা
নানারং যাত্রী শেষে
ছুঁয়ে যায় মধ্যশহর
ইস্টিশনে কলকোলাহল
ছুঁয়ে ছুঁয়ে চলে যায়
নানা প্রান্তে—
বেলা দ্বিপ্রহর
ঝড় ওঠে ঝিলিমিলি
নরম পশমে সোনালি হাতে
লোনা হাওয়া ছুঁয়ে যায়
সমুদ্রসৈকতে
লালরঙা ট্রেন
শহর সীমান্তে\
মৃগনাভি
কী সুগন্ধি মেখেছ আজ
মৃগনাভি?
তৃষ্ণাকাতর শরীরী গন্ধে
মাতাল সর্বব্যাপী।
কর্ণকুহরে ভেসে আসে
তিলক কামোদ কী যে সুমধুর
জল টলটল আকাশে জাগে
অগুনতি তারা রাত্রি বিধুর।
দুই চোখে ঘুম নেই
সুগন্ধির উৎসমুখে
কী ভীষণ সুখে
অবিরাম ওড়াউড়ি
পেতে চাই বক্ষজুড়ি।
নামিয়ে এনেছি দুকূল প্লাবী
স্বপ্নলোকের চাবি
কী সুগন্ধি মেখেছ আজ
মৃগনাভি?