শিক্ষা ডেস্ক(২৪ জানুয়ারী): শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, এ বছর দেশের প্রায় ২৩ হাজার ৩০০উচ্চমাধ্যমিক বিদ্যালয়ে মাল্টিমিডিয়া শ্রেণীকক্ষ চালু করা হবে। এ লক্ষ্যেপ্রয়োজনীয় উপকরণ এরই মধ্যে প্রতিষ্ঠানগুলোতে সরবরাহ শুরু হয়েছে।
গতকালবুধবার সকালে ঢাকার মোহাম্মদপুর প্রিপারেটরি উচ্চমাধ্যমিক বিদ্যালয়েরবার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তৃতায়শিক্ষামন্ত্রী এ কথা বলেন।
অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী বলেন, বর্তমানসরকারের মূল লক্ষ্যই হচ্ছে গতানুগতিক শিক্ষার ধারা পরিবর্তন করে আধুনিক, যুগোপযোগী ও প্রযুক্তিনির্ভর শিক্ষাব্যবস্থা চালু করা। এ জন্য তিনি বর্তমানতরুণ প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক।
এরআগে অনুষ্ঠানের প্রধান অতিথি ও বিশেষ অতিথি ক্রীড়া প্রতিযোগিতায়ছাত্রছাত্রীদের প্রদর্শিত মনোজ্ঞ কুচকাওয়াজ পরিদর্শন, সালাম গ্রহণ ওবিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
নিউজরুম