শিক্ষা ডেস্ক(২৪ জানুয়ারী): শিক্ষক-কর্মচারী ঐক্যজোট চাকরি জাতীয়করণের এক দফা দাবিতে গতকাল বুধবারঅবস্থান কর্মসূচি পালন করেছে। এমপিওভুক্ত বেসরকারি মাধ্যমিক স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের বাড়িভাড়া ওচিকিৎসা ভাতা বাড়ার সিদ্ধান্ত প্রত্যাখ্যান করেছেন ওই সংগঠনের নেতারা।
জাতীয়প্রেসক্লাবের সামনে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তারা এই অবস্থান কর্মসূচিপালন করে। কর্মসূচিতে বিপুলসংখ্যক শিক্ষক-কর্মচারী যোগ দেন। প্রেসক্লাবেরসামনের রাস্তা দীর্ঘ সময় বন্ধ থাকায় সংলগ্ন এলাকায় মারাত্মক যানজটেরসৃষ্টি হয়। অসংখ্য পথচারী দুর্ভোগের কবলে পড়েন। আজ বৃহস্পতিবারও তারা একইস্থানে অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে।
জাতীয় শিক্ষক-কর্মচারীফ্রন্ট বাড়িভাড়া ও চিকিৎসা ভাতা বাড়ানোর সিদ্ধান্ত না মেনে এরপ্রতিবাদে গতকাল জেলা জেলায় বিক্ষোভ মিছিল সমাবেশ করেছে বলে তাদের একসংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে। এ ছাড়া, বাংলাদেশ শিক্ষক-কর্মচারী ঐক্যপরিষদ উপজেলা পর্যায়ে বিক্ষোভ ও সমাবেশ করেছে।
এদিকে, শিক্ষামন্ত্রীনুরুল ইসলাম নাহিদ বলেছেন, শিক্ষকদের আন্দোলনের পেছনে রাজনৈতিক উদ্দেশ্যথাকতে পারে। তিনি এই আন্দোলনকে অবাস্তব হিসেবেও উল্লেখ করেন।
গতকালসচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বিএনপি-জামায়াতপন্থী শিক্ষক সংগঠনশিক্ষক-কর্মচারী ঐক্যজোটের আন্দোলনকে ইঙ্গিত করে মন্ত্রী এই মন্তব্য করেন।মন্ত্রী শিক্ষকদের উদ্দেশে বলেন, ‘আপনারা বিভ্রান্ত হবেন না। দয়া করে কেউবিভ্রান্তি ছড়াবেন না। কথা থাকলে আলোচনা করুন।’
নিউজরুম