তত্ত্বাবধায়ক সরকার কাঠামো

0
141
Print Friendly, PDF & Email

আর্ন্তজাতিক ডেস্ক(২ জানুয়ারী): তত্ত্বাবধায়ক সরকারের কাঠামো এবং কেন্দ্রীয় ও প্রাদেশিক নির্বাচনের তারিখচূড়ান্ত করা নিয়ে সব দলের সঙ্গে আলোচনা শুরু করতে প্রধানমন্ত্রী রাজাপারভেজ আশরাফের প্রতি আহ্বান জানিয়েছে পাকিস্তানের ক্ষমতাসীন দল পিপিপি
গতমঙ্গলবার প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর বাসভবনে পাকিস্তান পিপলস পার্টির(পিপিপি) মূল কমিটির এক বৈঠকে এ আহ্বান জানানো হয়পিপিপির নেতারা জানান, অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে কোনো রকমের বিলম্ব মেনে নেওয়া হবে না
বৈঠকশেষে এক বিবৃতিতে জানানো হয়, সংবিধান অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যেনির্বাচন অনুষ্ঠিত হবেনির্বাচন অনুষ্ঠানে এক দিনও বিলম্ব করা হবে না
আইনমন্ত্রীফারুক এইচ নায়েক জানান, বৈঠকে নির্বাচনী আইন এবং ধর্মীয় নেতাতাহির-উল-কাদিরের সঙ্গে জোট সরকারের সাম্প্রতিক চুক্তি সম্পর্কে সবাইকেঅবহিত করা হয়তিনি বলেন, সরকার অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানেবদ্ধপরিকরএতে কোনো পক্ষ চাপ সৃষ্টি করলে তা সহ্য করা হবে নাকেন্দ্রীয় ওপ্রাদেশিক পর্যায়ে বাধামুক্ত নির্বাচন অনুষ্ঠানে সব দলের সঙ্গে আলোচনাশুরু করার জন্য প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানানো হয়েছে
প্রধানমন্ত্রীআশরাফের সভাপতিত্বে এ বৈঠকে অন্যান্যের মধ্যে সাবেক প্রধানমন্ত্রী ইউসুফরাজা গিলানি, সিনেটর জাহাঙ্গীর বদর, সিনেটর ফরহাতুল্লাহ বাবর, সিনেটর রাজারাব্বানি, মাখদুম আমিন ফাহিম, নজর মোহাম্মদ গন্দাল, রানা ফারুক সাঈদ, সৈয়দনাভিদ কামার, কামার জামান কায়রা, ফারুক নায়েক, মনজুর আহমেদ ওয়াত্তু, মাখদুম শাহাবুদ্দিন, মাওলা বাকশ চান্দিও, সৈয়দ খুরশিদ শাহ ও চৌধুরী আহমেদমুখতার উপস্থিত ছিলেন
বেলুচিস্তানে হাজারা সম্প্রদায়ের নজিরবিহীনবিক্ষোভ এবং নির্বাচন স্থগিত করতে কিছু সংগঠনের সাম্প্রতিক হুমকি সফলভাবেমোকাবিলা করার জন্য প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানান পিপিপি নেতারা
এদিকেনির্বাচনের তারিখ ঘোষণার জন্য কেন্দ্রীয় সরকারের প্রতি আবারও আহ্বানজানিয়েছে প্রধান বিরোধী দল পিএমএল-এনজাতীয় পরিষদের বিরোধীদলীয় নেতাচৌধুরী নিসার আলী খান পার্লামেন্টের বাইরে সাংবাদিকদের জানান, তাঁর মনেহচ্ছে, নির্বাচন পেছানোর অপচেষ্টা চলছেকাদরি ও সরকারের মধ্যে নির্বাচনীসংস্কার নিয়ে করা চুক্তি মানতেও অস্বীকৃতি জানান তিনি
চৌধুরী নিসারজানান, বিরোধীদলীয় নেতা হিসেবে তিনি ইতিমধ্যেই তত্ত্বাবধায়ক সরকারেরপ্রধানমন্ত্রী নির্বাচন নিয়ে পার্লামেন্টের ভেতর-বাইরে সব দলের সঙ্গেআলোচনা করেছেনকাদরির দাবি অনুযায়ী ৯০ দিনের মধ্যে নির্বাচন অনুষ্ঠানকরলে তাতে জুন পর্যন্ত লেগে যাবে মন্তব্য করে তিনি জানান, সে সময় প্রচণ্ডগরম পড়বেতাই কোনো দলই ওই সময়ে নির্বাচন করতে চাইবে না

 

নিউজরুম

 

শেয়ার করুন