উইন্ডোজ ৮ অপারেটিং সিস্টেম নির্ভর ট্যাবলেট

0
156
Print Friendly, PDF & Email

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক(২ জানুয়ারী): ফেব্রুয়ারি মাসে মাইক্রোসফটের সারফেস প্রোব্র্যান্ডের উইন্ডোজ ৮অপারেটিং সিস্টেমনির্ভর ট্যাবলেট বাজারে আসতে পারে৯ ফেব্রুয়ারিযুক্তরাষ্ট্রের বাজারে উইন্ডোজ প্রোসংস্করণভিত্তিক সারফেসব্র্যান্ডেরট্যাবলেট বাজারে আনবে প্রতিষ্ঠানটিএ ট্যাবলেটের দাম হবে ৮৯৯ মার্কিনডলারএক খবরে জানিয়েছে টেলিগ্রাফ অনলাইন
উইন্ডোজ প্রো সিরিজের সারফেসট্যাবলেটে ইনটেলের তৈরি চিপ ব্যবহার করা হয়েছে ফলে এটি পূর্ণ সংস্করণেরউইন্ডোজ ৮ সফটওয়্যার সমর্থন করবে
মাইক্রোসফট জানিয়েছে, ৬৪ গিগাবাইটতথ্য ধারণ ক্ষমতার ১০.৬ ইঞ্চি মাপের সারফেস ট্যাবের দাম হবে ৮৯৯ মার্কিনডলার, ১২৮ গিগাবাইট তথ্য ধারণ ক্ষমতার ট্যাবলেটের দাম হবে আরও ১০০ ডলারবেশিতবে দুটি সংস্করণের ক্ষেত্রেই মাইক্রোসফটের কিবোর্ড আলাদাভাবে ৯৯ডলারে কিনতে হবেমাইক্রোসফটের দাবি, উইন্ডোজ প্রো নির্ভর ট্যাবলেটেব্যাটারির ক্ষমতা অনেক উন্নত করা হয়েছেএতে ডেস্কটপ কম্পিউটারের উপযোগীঅ্যাপ্লিকেশনও ব্যবহার করা যাবে
প্রসঙ্গত, ২০১২ সালের ২৬ অক্টোবরউইন্ডোজ আরটি নির্ভর সারফেস ব্র্যান্ডের ট্যাবলেট উন্মুক্ত করেছিলমাইক্রোসফটতবে সারফেস ট্যাবলেটের তুলনায় সারফেস প্রোতে শক্তিশালী এক্স৮৬প্রসেসর ব্যবহার করা হয়েছেএতে উন্নত এইচডি স্ক্রিন ও স্টাইলাস পেনব্যবহারের সুবিধাও রয়েছে
বাজার বিশ্লেষকেরা জানিয়েছেন, আইপ্যাডের সঙ্গেপ্রতিদ্বন্দ্বিতা করতে সারফেস ট্যাবলেট বাজারে এনেছে মাইক্রোসফটবাজারেআনার প্রায় তিন মাস পার হলেও সারফেস ট্যাবলেট বিক্রির কোনো তথ্য প্রকাশকরেনি প্রতিষ্ঠানটিএদিকে, প্রায় এক কোটি ইউনিট আইপ্যাড বিক্রি করেছেঅ্যাপল

 

নিউজরুম

 

শেয়ার করুন