‘কিওন’ ও ‘পিক’

0
139
Print Friendly, PDF & Email

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক(২ জানুয়ারী): সম্প্রতি ফায়ারফক্স অপারেটিং সিস্টেমনির্ভর স্মার্টফোন বাজারে আনার ঘোষণা দিয়েছে মজিলা ফাউন্ডেশন
স্পেনেরগিকসফোন নামের একটি প্রতিষ্ঠান ফায়ারফক্স অপারেটিং সিস্টেমনির্ভর দুটিমডেলের স্মার্টফোন বাজারে আনবেনতুন দুটি স্মার্টফোনের কোডনাম হচ্ছেকিওনপিকখবর বিবিসি অনলাইন-এর
কিওন স্মার্টফোনটিতে থাকবে ৩.৫ইঞ্চি ডিসপ্লে, ৩ মেগাপিক্সেল ক্যামেরা, কোয়ালকমের তৈরি স্ন্যাপড্রাগন এস ১প্রসেসরপিক স্মার্টফোনটি হবে কিওনের চেয়ে বড় মাপেরএতে থাকছে ৪.৩ ইঞ্চিমাপের ডিসপ্লে, ৮ মেগাপিক্সেল ক্যামেরা, স্ন্যাপড্রাগন এস ৪ প্রসেসর
ফেব্রুয়ারি মাস নাগাদ এ দুটি স্মার্টফোন বাজারে আনতে পারে গিকসফোন
এইচটিএমএল৫ ওয়েব প্রোগ্রামিংয়ের ভাষা ব্যবহার করে তৈরি মজিলার নতুন অপারেটিংসিস্টেমকে বাজারে অ্যান্ড্রয়েড, আইওএস, উইন্ডোজের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতাকরতে হবে
ফায়ারফক্স অপারেটিং সিস্টেমনির্ভর স্মার্টফোন দামের দিক থেকে সাশ্রয়ী হতে পারে বলেই ধারণা করছেন প্রযুক্তি সংশ্লিষ্ট বিশ্লেষকেরা

 

নিউজরুম

 

শেয়ার করুন