বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক(২৪ জানুয়ারী): পশু-পাখি থেকে শুরু করে বিভিন্ন ধরনের প্রাকৃতিক শব্দের সংরক্ষণে গড়ে তোলাহয়েছে একটি আর্কাইভ বা সংরক্ষণাগার। এ আর্কাইভ ব্যবহার করে অনলাইনেবিনামূল্যেই শুনতে পারবেন বিভিন্ন প্রাকৃতিক শব্দ। সম্প্রতি যুক্তরাষ্ট্রেরকর্নেল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অনলাইনে বিশ্বের বৃহত্তম প্রাকৃতিক শব্দেরআর্কাইভ ম্যাকাওলি লাইব্রেরি উন্মুক্ত করেছে। ১৯২৯ সাল থেকে এ আর্কাইভতৈরি করা শুরু হয়। প্রথমে অ্যানালগ পদ্ধতিতে বিভিন্ন শব্দ সংরক্ষণ করা হত।
প্রাকৃতিকশব্দের এ আর্কাইভ ডিজিটাইজ করে অনলাইনে এই ‘ম্যাকাওলি লাইব্রেরি’কেউন্মুক্ত করা হয়েছে। অডিও ও ভিডিও ফরম্যাটে শব্দ শোনার পাশাপাশি এসম্পর্কিত নানা তথ্য জানা যাবে।
ম্যাকাওলি’র অডিও কিউরেটর গ্রেগ বাডনিজানিয়েছেন, পৃথিবীর সব দেশের মানুষ এ শব্দ শুনতে পারবেন। এ ডিজিটাল আর্কাইভতৈরিতে ১২ বছর সময় লেগেছে। এতে পাখি, তিমি, হাতি, ব্যাঙসহ প্রায় নয় হাজারপ্রজাতির দেড় লাখ রেকর্ডিং রয়েছে।
বিভিন্ন প্রাকৃতিক শব্দ শোনার এ আর্কাইভটির লিংক http://macaulaylibrary.org/
নিউজরুম