আর্কাইভ ম্যাকাওলি লাইব্রেরি উন্মুক্ত

0
153
Print Friendly, PDF & Email

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক(২ জানুয়ারী): পশু-পাখি থেকে শুরু করে বিভিন্ন ধরনের প্রাকৃতিক শব্দের সংরক্ষণে গড়ে তোলাহয়েছে একটি আর্কাইভ বা সংরক্ষণাগারএ আর্কাইভ ব্যবহার করে অনলাইনেবিনামূল্যেই শুনতে পারবেন বিভিন্ন প্রাকৃতিক শব্দসম্প্রতি যুক্তরাষ্ট্রেরকর্নেল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অনলাইনে বিশ্বের বৃহত্তম প্রাকৃতিক শব্দেরআর্কাইভ ম্যাকাওলি লাইব্রেরি উন্মুক্ত করেছে১৯২৯ সাল থেকে এ আর্কাইভতৈরি করা শুরু হয়প্রথমে অ্যানালগ পদ্ধতিতে বিভিন্ন শব্দ সংরক্ষণ করা হত
প্রাকৃতিকশব্দের এ আর্কাইভ ডিজিটাইজ করে অনলাইনে এই ম্যাকাওলি লাইব্রেরিকেউন্মুক্ত করা হয়েছেঅডিও ও ভিডিও ফরম্যাটে শব্দ শোনার পাশাপাশি এসম্পর্কিত নানা তথ্য জানা যাবে
ম্যাকাওলির অডিও কিউরেটর গ্রেগ বাডনিজানিয়েছেন, পৃথিবীর সব দেশের মানুষ এ শব্দ শুনতে পারবেনএ ডিজিটাল আর্কাইভতৈরিতে ১২ বছর সময় লেগেছেএতে পাখি, তিমি, হাতি, ব্যাঙসহ প্রায় নয় হাজারপ্রজাতির দেড় লাখ রেকর্ডিং রয়েছে
বিভিন্ন প্রাকৃতিক শব্দ শোনার এ আর্কাইভটির লিংক http://macaulaylibrary.org/

 

নিউজরুম

 

শেয়ার করুন