রাজশাহীতে শিবিরের ঝটিকা মিছিল

0
179
Print Friendly, PDF & Email

রাজশাহী (২৪জানুয়ারী) : ছাত্রলীগের অপকর্মের প্রতিবাদে, যদ্ধাপরাধীদের বিচার নিয়ে প্রহসন বন্ধ এবং কারাগারে বন্দী শিবিরের শীর্ষ নেতাদের মুক্তির দাবিতে রাজশাহী মহানগরীতে ঝটিকা মিছিল করেছে শিবির।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে রাজশাহী কলেজের সামনে থেকে আকষ্মিক জড়ো হয়ে ঝটিকা মিছিলটি বের করে শিবির।পরে তারা লোকনাথ স্কুল ও রাজশাহী সিটি কলেজের মোড় হয়ে ইউআইপিএস’র সামনে গিয়ে মিছিলটি শেষ করে।

এ সময় ইউআইপিএস’র সামনে তারা রাস্তার উপর টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করার চেষ্টা করে। সংবাদ পেয়ে পুলিশের দু’টি ইউনিট ঘটনাস্থলে গেলে তার‍া সেখান থেকে সটকে পড়ে। পরে পুলিশ রাস্তা থেকে টায়ার সরিয়ে নিলে রাস্তায় যানবাহন চলাচল স্বাভাবিক হয়।   

নিউজরুম

শেয়ার করুন