পুরস্কার পেয়েছেন নৃত্যশিল্পী প্রেমা

0
140
Print Friendly, PDF & Email

বিনোদন ডেস্ক(২ জানুয়ারী): তৃতীয় আন্তর্জাতিক ভারতীয় উচ্চাঙ্গ নৃত্য উসবে নাট্যসারথীপুরস্কারপেয়েছেন বাংলাদেশের নৃত্যশিল্পী প্রেমা৭ থেকে ৯ জানুয়ারি ভারতেরবিশাখাপট্টনমে এই উসবের আয়োজন করে নটরাজ মিউজিক অ্যান্ড ড্যান্সকোম্পানিপ্রেমা জানান, সবের প্রথম দিন মণিপুরি নাচ পরিবেশন করেন তিনিআর পুরস্কার হিসেবে তিনি পেয়েছেন সনদ, ক্রেস্ট ও উত্তরীয়
প্রেমা আরওজানান, বেঙ্গল আইটিসি-এসআরএ উসবে অংশ নিতে ফেব্রুয়ারি মাসে তিনি কলকাতাযাচ্ছেনএই উসবে ১৩ ফেব্রুয়ারি প্রেমা ও তাঁর দল ভাবনা রবীন্দ্রনাথঠাকুরের নৃত্যনাট্য ভানুসিংহের পদাবলী মঞ্চস্থ করবে

 

নিউজরুম

 

শেয়ার করুন