ঝিনাইদ (২৪জানুয়ারী) : ঝিনাইদহের মহেশপুর উপজেলার শ্রীনাথপুর সীমান্তে জিয়াউর রহমান (৩০) নামে এক বাংলাদেশি গরু ব্যবসায়ীকে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্ত রক্ষী (বিএসএফ)। বৃহস্পতিবার সকাল ৬টার দিকে মহেশপুর উপজেলার শ্রীনাথপুর সীমান্তের জিরো লাইন থেকে ভারতের ছুটিপুর ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাকে ধরে নিয়ে যায়।
জিয়াউর রহমান মহেশপুর উপজেলার শ্যামপুর গ্রামের মোশারফ হোসেনের ছেলে।
মহশেপুর উপজেলার বিজিবি শ্রীনাথপুর ক্যাম্পের হাবিলদার লোকমান হোসেন জানান, জিয়াউর রহমান জিরো লাইন পার হয়ে কাঁটাতারের বেড়ার পাশে দাঁড়ালে তাকে ধরে নিয়ে যায় বিএসএফ। এ ঘটনার পরপরই বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) শ্রীনাথপুর ক্যাম্পের পক্ষ থেকে বিএসএসকে পতাকা বৈঠকের আহ্বান জানানো হয়েছে।
তবে, বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টা পর্যন্ত বিএসএফ বিজিবির পতাকা বৈঠনের আহ্বানে সাড়া দেয়নি।
নিউজরুম