বিনোদন ডেস্ক(২৪ জানুয়ারী): টাকাপয়সার লোভ এড়ানো কঠিন, কিন্তু নিদারুণ আর্থিক সংকটে দিন কাটালেও শুধুঅভিনয়ে সময় দেওয়ার জন্যই সম্প্রতি পাঁচ লাখ ডলারের লোভনীয় এক প্রস্তাবফিরিয়ে দিলেন হলিউডের ‘প্রবলেম সেলিব্রিটি’ তকমা পাওয়া লিন্ডসে লোহান।
নাচেরপ্রতিযোগিতামূলক টিভি শো ‘ড্যান্সিং উইথ দ্য স্টারস’-এ প্রতিযোগী হওয়ারবিনিময়ে লিন্ডসে অনায়াসে এই বিপুল পরিমাণ অর্থ উপার্জন করতে পারতেন।কিন্তু কোনোভাবেই তাঁর অভিনয়ের পেশাকে ক্ষতিগ্রস্ত করতে চান না বলেই নাচেরজগতে পা বাড়াননি তিনি। সম্প্রতি এক খবরে এমনটিই জানিয়েছে টিএমজি।
গতবছর মুক্তি পাওয়া লিন্ডসে অভিনীত ‘লিজ অ্যান্ড ডিক’ টেলিছবিটি আশানুরূপসাফল্য না পাওয়ায় তাঁর অভিনয় ক্যারিয়ার নিয়ে শঙ্কিত হয়ে পড়েন ২৬ বছরবয়সী এ অভিনেত্রী। কিন্তু যে কোনো উপায়ে অভিনেত্রী হিসেবে আগের মতোসুপ্রতিষ্ঠিত হওয়ার জন্য তিনি দৃঢ়প্রতিজ্ঞ। মূলত, এ কারণেই অর্থনৈতিকটানাপোড়েন সত্ত্বেও পাঁচ লাখ ডলারের প্রস্তাবে তিনি ইতিবাচক সাড়া দেননি।
‘ড্যান্সিংউইথ দ্য স্টারস’ অনুষ্ঠানে অংশ নিতে লিন্ডসে অস্বীকৃতি জানালেও অনেকবিখ্যাত তারকাই এই অনুষ্ঠানে তাঁদের অন্তর্ভুক্তি নিশ্চিত করেছেন। তাঁদেরমধ্যে আছেন পামেলা অ্যান্ডারসন, কেলি অসবর্ন, জেনিফার গ্রে প্রমুখ।
প্রসঙ্গত, তিন লাখ ডলার পারিশ্রমিক না দেওয়ায় শত কাকুতি-মিনতি সত্ত্বেও লিন্ডসেকেছেড়ে চলে গেছেন তাঁর সাবেক আইনজীবী শ্যন হোলি। সেই দেনা শোধ করতে হবেলিন্ডসেকে। এ ছাড়া বন্ধু ও সহকর্মী চার্লি শিনের কাছে তাঁর দেনার পরিমাণএক লাখ ডলার। কর ফাঁকি দেওয়ার কারণেও লিন্ডসেকে অনেক ঝামেলা পোহাতেহয়েছে। এমনকি তাঁর সব ব্যাংক হিসাব জব্দ করেছিল যুক্তরাষ্ট্র সরকার। দেনামেটাতে নিজের পরনের পোশাক পর্যন্ত বিক্রির চেষ্টা করতে হয়েছে এই ‘মিনগার্লস’ তারকাকে।
বর্তমানে লিন্ডসের হাতে রয়েছে ‘স্ক্যারি মুভি৫’-এর কাজ। এই ছবির প্রধান দুটি চরিত্রে অভিনয় করছেন লিন্ডসে ও চার্লিশিন। ম্যালকম ডি লির পরিচালনায় ‘স্ক্যারি মুভি ৫’ ছবির শুটিং শুরু হয়েছেগত বছরের সেপ্টেম্বর মাসে। চলতি বছরের এপ্রিলে ছবিটি মুক্তি পাবে।
নিউজরুম