খুলনায় যুদ্ধজাহাজ পদ্মার কমিশনিং করলেন প্রধানমন্ত্রী

0
204
Print Friendly, PDF & Email

খুলনা (২৪জানুয়ারী) : খুলনা শিপইয়ার্ডে তৈরি নৌ-বাহিনীর নতুন যুদ্ধ জাহাজ ‘বিএনএস পদ্মা’র কমিশনিং করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

 

বৃহস্পতিবার দুপুর ১২টায় বাংলাদেশ নৌ-বাহিনীর ঘাঁটি খালিশপুরের তিতুমীরে নৌ-বাহিনীর কাছে অনুষ্ঠানিকভাবে কমিশনিং করেন প্রধানমন্ত্রী।

 

এটিই বাংলাদেশে তৈরি প্রথম যুদ্ধ জাহাজ। ২০১১ সালের ৫ মার্চ খুলনা শিপইয়ার্ডে জাহাজটির নির্মাণ কাজের উদ্বোধন করেছিলেন প্রধানমন্ত্রী। ২০১২ সালের ৮ অক্টোবর পররাষ্ট্র মন্ত্রী ডা. দীপু মনি জাহাজটি লাঞ্চিং করান।

খুলনা শিপইয়ার্ডের ব্যবস্থাপনা পরিচালক কমডোর রিয়াজ উদ্দিন আহমেদ জানান, ২০১১ সালে খুলনা শিপইয়ার্ড পাঁচটি যুদ্ধ জাহাজ তৈরির জন্য নৌ-বাহিনীর সঙ্গে চুক্তিবদ্ধ হয়। ২০১১ সালের ৫ মার্চ প্রধানমন্ত্রী শেখ হাসিনা খুলনায় জাহাজটির নির্মাণ কাজ উদ্বোধন করেন। ৮ অক্টোবর পররাষ্ট্র মন্ত্রী ডা. দীপু মনি জাহাজটি লাঞ্চিং করান (পানিতে ভাসান)। পরের দুই মাস জাহাজটি পরীক্ষা-নিরীক্ষা করে দেখা হয়েছে। এটির নাম দেওয়া হয়েছে ‘বিএনএস পদ্মা’।

খুলনা শিপইয়ার্ড লিমিটেড সূত্রে জানা যায়, বিএনএস পদ্মার গতিবেগ হবে ঘন্টায় ২৩ নটিক্যাল মাইল (প্রায় ৩৭ মাইল)। এটি ৫০ দশমিক ৪ মিটার লম্বা ও ৭ দশমিক ৫ মিটার চওড়া। পানির নিচে এর গভীরতা থাকবে ৪ দশমিক ১ মিটার।

 

যুদ্ধ জাহাজটিতে প্রতিবারে বিমান ও জাহাজ বিধবংসী ৩৭ মিলিমিটারের দু’টি কামান ও শুধু বিমান বিধ্বংসী ২৫ মিলিমিটারের আরও দু’টি কামান থাকবে। এর ওজন হবে প্রায় ৭৫০ টন।

কমিশনিং অনুষ্ঠানে উপস্থিতি ছিলেন নৌবাহিনীর প্রধান জহির উদ্দিন আহমেদ সহ নৌবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা। 

নিউজরুম

শেয়ার করুন