খুলনা (২৪জানুয়ারী) : খুলনা শিপইয়ার্ডে তৈরি নৌ-বাহিনীর নতুন যুদ্ধ জাহাজ ‘বিএনএস পদ্মা’র কমিশনিং করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বৃহস্পতিবার দুপুর ১২টায় বাংলাদেশ নৌ-বাহিনীর ঘাঁটি খালিশপুরের তিতুমীরে নৌ-বাহিনীর কাছে অনুষ্ঠানিকভাবে কমিশনিং করেন প্রধানমন্ত্রী।
এটিই বাংলাদেশে তৈরি প্রথম যুদ্ধ জাহাজ। ২০১১ সালের ৫ মার্চ খুলনা শিপইয়ার্ডে জাহাজটির নির্মাণ কাজের উদ্বোধন করেছিলেন প্রধানমন্ত্রী। ২০১২ সালের ৮ অক্টোবর পররাষ্ট্র মন্ত্রী ডা. দীপু মনি জাহাজটি লাঞ্চিং করান।
খুলনা শিপইয়ার্ডের ব্যবস্থাপনা পরিচালক কমডোর রিয়াজ উদ্দিন আহমেদ জানান, ২০১১ সালে খুলনা শিপইয়ার্ড পাঁচটি যুদ্ধ জাহাজ তৈরির জন্য নৌ-বাহিনীর সঙ্গে চুক্তিবদ্ধ হয়। ২০১১ সালের ৫ মার্চ প্রধানমন্ত্রী শেখ হাসিনা খুলনায় জাহাজটির নির্মাণ কাজ উদ্বোধন করেন। ৮ অক্টোবর পররাষ্ট্র মন্ত্রী ডা. দীপু মনি জাহাজটি লাঞ্চিং করান (পানিতে ভাসান)। পরের দুই মাস জাহাজটি পরীক্ষা-নিরীক্ষা করে দেখা হয়েছে। এটির নাম দেওয়া হয়েছে ‘বিএনএস পদ্মা’।
খুলনা শিপইয়ার্ড লিমিটেড সূত্রে জানা যায়, বিএনএস পদ্মার গতিবেগ হবে ঘন্টায় ২৩ নটিক্যাল মাইল (প্রায় ৩৭ মাইল)। এটি ৫০ দশমিক ৪ মিটার লম্বা ও ৭ দশমিক ৫ মিটার চওড়া। পানির নিচে এর গভীরতা থাকবে ৪ দশমিক ১ মিটার।
যুদ্ধ জাহাজটিতে প্রতিবারে বিমান ও জাহাজ বিধবংসী ৩৭ মিলিমিটারের দু’টি কামান ও শুধু বিমান বিধ্বংসী ২৫ মিলিমিটারের আরও দু’টি কামান থাকবে। এর ওজন হবে প্রায় ৭৫০ টন।
কমিশনিং অনুষ্ঠানে উপস্থিতি ছিলেন নৌবাহিনীর প্রধান জহির উদ্দিন আহমেদ সহ নৌবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা।
নিউজরুম