কক্সবাজার (২৪জানুয়ারী) : কক্সবাজারের টেকনাফ উপজলার হ্নীলা ইউনিয়নে অভিযান চালিয়ে ৩ হাজার ৮শ পিস ইয়াবাসহ ২ জনকে আটক করেছে র্যাপিড অ্যাকশান ব্যাটালিয়ানের (র্যাব-৭) সদস্যরা।
বৃহস্পতিবার সকাল ১০টার দিকে হ্নীলা ইউনিয়নের দরগার পাড়া এলাকায় এ অভিযান চালানো হয়।
আটকরা হলো, ওই এলাকার নুর হোসেন (৪৫) ও শুক্কুর আলী (৩৫)।
র্যাব-৭ কক্সবাজার ক্যাম্পের ইনচার্জ মেজর সরওয়ার-ই আলম বাংলানিউজকে জানান, গোপন সংবাদ ভিত্তিতে খবর পেয়ে পাচারকালে ৩ হাজার ৮শ পিস ইয়াবাসহ ২ জনকে আটক করা হয়েছে। এ ব্যাপারে মামলা করে আটকদের টেকনাফ থানায় সোর্পদ করা হয়েছে।
নিউজরুম