স্পোর্টস ডেস্ক(২৪ জানুয়ারী): প্রথম ম্যাচের সেঞ্চুরিটার পর সে কী উল্লাস! এক হাতে হেলমেট, আরেক হাতেব্যাট নিয়ে যেন উড়ছিলেন। কাল চেহারায় তৃপ্তির লেশমাত্র যেন নেই, বরংদৃঢ়প্রতিজ্ঞার ছাপ। থিসারা পেরেরাকে চার মেরে সেঞ্চুরি ছুঁয়ে উইকেটে সঙ্গীডেভিড হাসির কাছে গিয়ে কী যেন বললেন। হেলমেটটা খুললেন যেন খুলতে হয় বলেই।ফিল হিউজ জানতেন কাজ তখনো বাকি!
অভিষেকে হিউজের সেঞ্চুরি সিরিজে ১-০-তেএগিয়ে দিয়েছিল অস্ট্রেলিয়াকে। পঞ্চম ও শেষ ম্যাচের সেঞ্চুরি অস্ট্রেলিয়াকেবাঁচাল সিরিজ হার থেকে। কাল সেঞ্চুরি করেই থেমে যাননি। হিউজ শেষ পর্যন্তউইকেটে ছিলেন বলেই অস্ট্রেলিয়া যেতে পেরেছিল ২৪৭ পর্যন্ত। শেষ পর্যন্ত এইরানটাই যথেষ্ট হয়েছে। ৩২ রানের হারে অস্ট্রেলিয়ার মাটিতে টানা দুটি সিরিজজয়ের স্বপ্নপূরণ হলো না শ্রীলঙ্কার। অধিনায়কত্বের শেষ ম্যাচটায় আরেকটাআক্ষেপও হয়তো সঙ্গী হলো মাহেলা জয়াবর্ধনের—ক্রমেই মন্থর হয়ে যাওয়া উইকেটেটস জিতে পরে ব্যাটিং করাটা মনে হয় আত্মঘাতীই ছিল!
উল্টো প্রান্তে জর্জবেইলি। মাইকেল ক্লার্কের অনুপস্থিতিতে আরেকবার নেতৃত্ব দিয়ে জেতালেন দলকে।২৬ ও ২৮ জানুয়ারির দুই টি-টোয়েন্টিতে নিশ্চয়ই এটা বাড়তি অনুপ্রেরণা জোগাবেঅস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি অধিনায়ককে!
রান তাড়ার শুরুটা কাল ভালোই করেছিলশ্রীলঙ্কা। উদ্বোধনী জুটিতে ওঠে ৫৭ রান। কিন্তু সেখান থেকে ৭৭ পর্যন্তযেতেই নেই ৪ উইকেট, শতরান না পেরোতেই আরেকটি। ধ্বংসস্তূপে আরও একবার লড়াইকরেছেন অ্যাঞ্জেলো ম্যাথুস, কিন্তু দলকে জেতাতে পারেননি দারুণ কিছু করে।আগের চার ম্যাচে একটিও উইকেট না পাওয়া জেভিয়ার ডোহার্টি কাল মনের মতো উইকেটপেয়ে দলের জয়ের অন্যতম নায়ক (৩/২১)।
পরে ব্যাটিংয়ের সিদ্ধান্তপ্রশ্নবিদ্ধ হলেও জয়াবর্ধনের একটা ফাটকা কাজে লেগে যায় দিনের শুরুতে। নতুনবল তুলে দিয়েছিলেন তিলকরত্নে দিলশানের হাতে। দারুণ এক ঘূর্ণিবলে বিপজ্জনকডেভিড ওয়ার্নারকে ফিরিয়েছেন, রানের গতিতেও বাঁধ দিয়েছেন দিলশান সাত ওভারেরস্পেলে তিনটি মেডেন নিয়ে। ওয়েড-বেইলিরা থিতু হয়েও ফিরে গেলেও হিউজ আঁকড়েরাখেন একটা প্রান্ত। প্রথম পঞ্চাশ করতে ৮২ বল লাগলেও হিউজ ৫০ করেন ঠিক ৫০বলে। বলার মতো জুটি ছিল একটাই, চতুর্থ উইকেটে ডেভিড হাসির সঙ্গে ৯৮।সেঞ্চুরির পর হিউজের ২২ বলে ৩৮ রানই অস্ট্রেলিয়াকে নিয়ে যায় আড়াই শরকাছাকাছি।
১১ উইকেট নিয়ে সিরিজ-সেরা নুয়ান কুলাসেকারা। তবে দলের দুই জয়ে দুই সেঞ্চুরি—অভিষেক সিরিজটা হিউজের জন্যও গেল দারুণ।
সংক্ষিপ্ত স্কোর
অস্ট্রেলিয়া:৫০ ওভারে ২৪৭/৫ (ওয়েড ২৩, ওয়ার্নার ১০, হিউজ ১৩৮*, বেইলি ১৭, হাসি ৩৪, ম্যাক্সওয়েল ৯, হেরনিকস ৯*; দিলশান ১/২২, কুলাসেকারা ১/৫৭, ম্যাথুস ০/৪৪, মালিঙ্গা ১/৪৯, হেরাথ ০/৩৪, থিসারা ১/৩৯)। শ্রীলঙ্কা: ৪৮.৩ ওভারে ২১৫ (জয়াবর্ধনে ৩৮, দিলশান ১৯, থিরিমান্নে ১, চান্ডিমাল ৬, ম্যাথুস ৬৭, কুশল১৪, জীবন ২৬, থিসারা ৭, কুলাসেকারা ১৪*, হেরাথ ২, মালিঙ্গা ২; ম্যাকাই২/৫১, স্টার্ক ০/৪৮, জনসন ২/৪৫, ডোহার্টি ৩/২১, হেনরিকস ৩/৩২, ম্যাক্সওয়েল০/৬)।
ফল: অস্ট্রেলিয়া ৩২ রানে জয়ী।
সিরিজ: ৫ ম্যাচ সিরিজ ২-২ ড্র।
ম্যান অব দ্য ম্যাচ: ফিল হিউজ।
ম্যান অব দ্য সিরিজ: নুয়ান কুলাসেকারা।
নিউজরুম