মুন্সীগঞ্জে হাসপাতালে গৃহবধূর লাশ রেখে স্বামীর পলায়ন

0
360
Print Friendly, PDF & Email

মুন্সীগঞ্জ (২৪জানুয়ারী) : আত্মহত্যার পথ বেছে নেওয়া গৃহবধূর লাশ হাসপাতালে ফেলে রেখে পালিয়ে গেছে তার স্বামী।

বৃহস্পতিবার সকাল ১০টার দিকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে এ ঘটনা ঘটে।

জানা গেছে, গৃহবধূ শিরিন আক্তার (২০) টঙ্গিবাড়ী উপজেলার দিঘিরপাড় ইউনিয়নের সরিষাবন গ্রামের মৃত ফজল মিয়ার ছেলে নুর আলমের স্ত্রী। তার বাড়ি শরিয়তপুর জেলার নড়িয়া থানার নওপাড়া গ্রামে।

পারিবারিক কলহের জের ধরে বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে শিরিন আক্তার গলায় ওড়না পেচিঁয়ে আত্মহত্যা করে। এতে স্বামী নুর আলম ও প্রতিবেশীরা তাকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

হাসপাতালের জরুরি বিভাগে কর্মরত মিনহাজ মিয়া জানান, মৃত ঘোষণার পর শিরিন আক্তারের লাশ হাসপাতালে ফেলে রেখেই তার স্বামী পালিয়ে যায়। তবে স্বপন মিয়াসহ কয়েকজন প্রতিবেশী হাসপাতালে অবস্থান করছেন বলে তিনি জানান।

এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল বাসার জানান, হাসপাতাল থেকে পুলিশের আবাসিক অফিসার ঘটনাটি জানানোর পর খোঁজ-খবর নিতে সেখানে পুলিশের একটি দল পাঠানো হয়েছে।

নিউজরুম

শেয়ার করুন