খুলনা (২৪জানুয়ারী) : ঘড়ির কাঁটায় বেলা ১১টা বাজার আগেই যুদ্ধাপরাধীদের বিচারসহ নানা স্লোগানে ও মিছিলে মুখরিত হয়ে ওঠে খুলনা মহানগরীর রাজপথ।
বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর খুলনা সফরকে কেন্দ্র করে মহানগরীর বিভিন্ন এলাকা থেকে মিছিল বের হয়ে সার্কিট হাউস এলাকায় জড়ো হচ্ছেন।
বেলা বাড়ার সঙ্গে সঙ্গে হাজার হাজার মানুষ স্লোগান দিয়ে এগিয়ে যেতে থাকে খুলনার সার্কিট হাউজের জনসভা মঞ্চের দিকে। ক্রমান্বয়ে বাড়তে থাকে মানুষের ঢল। হাজারও লোকের মিছিল মিশে যায় লাখো জনতার মিছিলে।
কেবল দলীয় নেতা- কর্মী নয়, অনেকেই আসছেন প্রধানমন্ত্রীর বক্তব্য শোনা ও তাকে এক নজর দেখার জন্য।
আর এ জনসভাকে কেন্দ্র করে মনোনয়ন প্রত্যাশীদের অনেকেই নিজ নিজ কর্মী-সমর্থকসহ বর্ণাঢ্য মিছিল নিয়ে সার্কিট হাউজ মাঠে উপস্থিত হতে দেখা গেছে। উপস্থিত এসব নেতা- কর্মীদের অধিকাংশই এসেছেন উপজেলা পর্যায় থেকে।
মিছিলে আসা কর্মী-সমর্থকদের হাতে শোভা পাচ্ছে মনোনয়ন প্রত্যাশীদের ছবি সংবলিত রং-বেরংয়ের ব্যানার ও ফেস্টুন।
এছাড়া শেখ হাসিনার খুলনায় আগমন উপলক্ষে নগরীর প্রধান প্রধান সড়কে সম্ভাব্য এসব মনোনয়ন প্রত্যাশীদের ছবি সংবলিত তোরণ, ফেস্টুন, রঙ্গিন পোস্টার দিয়ে মুড়ে দেওয়া হয়েছে। সমগ্র খুলনাকে সাজানো হয়েছে জমকালো সাজে।
নিউজরুম