‘ডে অব দি ইনোসেন্টস’

0
141
Print Friendly, PDF & Email

স্পোর্টস ডেস্ক(২৪ জানুয়ারী): না, শেষ পর্যন্ত রাখাল বালকের দশা হয়নিগত ডিসেম্বরে সবাইকে এপ্রিল ফুলকরেছিলেন জেরার্ড পিকেহুট করে ঘোষণা দিয়ে বসেন, তিনি বাবা হয়েছেনএ নিয়েপুরো বিশ্বের গণমাধ্যমে খবর হয়ে যাওয়ার পর জানিয়ে দেন, সবাইকে বোকাবানিয়েছেনস্পেনে সেদিন পালিত হয়েছিল ডে অব দি ইনোসেন্টসঅনেকটা এপ্রিলফুলের মতো স্প্যানিশ এক ঐতিহ্যের দিনএরপর আবার যখন টুইটারের মাধ্যমেজানানো হলো, সত্যি সত্যিই বাবা হয়েছেন পিকে আর তাঁর প্রেমিকা, বিশ্বজুড়েজনপ্রিয় সংগীত তারকা শাকিরা; এবার আর কেউ অবিশ্বাস করেনিভালোমতো খোঁজনিয়েই নিশ্চিত হওয়া গেছে, বার্সেলোনার সেন্টার ব্যাকের সংকট কাটাতে এই ধরায়এসে গেছে মিলান’!
আমরা আনন্দের সঙ্গে জানাচ্ছি, শাকিরা মেবারক এবংজেরার্ড পিকের সন্তান মিলান পিকে মেবারক ২২ জানুয়ারি রাত নয়টা ৩৬ মিনিটে (বাংলাদেশ সময় পরশু রাত দুইটা ৩৬) বার্সেলোনায় জন্ম নিয়েছে’—জানানো হয়েছেএই জুটির পক্ষ থেকেচ্যাম্পিয়নস লিগে বার্সেলোনার পরবর্তী প্রতিপক্ষ এসিমিলানইতালিয়ান ক্লাবটির প্রতি অবশ্য বিশেষ কোনো অনুরাগ থেকে ছেলের এমননাম রাখা হয়নিনামকরণের ব্যাখ্যা দিয়ে বলা হয়েছে, ‘স্লাভিক ভাষায় মিলানমানে প্রিয়, ভালোবাসার যোগ্য, বিনয়ী; রোমান ভাষায় এর অর্থ ব্যাকুল ওপরিশ্রমী; সংস্কৃতে মিলন
ছেলে সংগীতশিল্পী হবে, নাকি ফুটবলার, সেটাএখনই বলা কঠিনতবে পেশা হিসেবে সে যেটাই বেছে নিক, জন্মসূত্রে সে বার্সারনাগরিকশাকিরা-পিকের বার্তায় বলা হয়েছে, ‘বাবার মতো জন্মসূত্রে মিলানওবার্সেলোনার সদস্য!

 

নিউজরুম

 

শেয়ার করুন