চুয়াডাঙ্গায় শিশু অপহরণের অভিযোগে আটক ৩

0
251
Print Friendly, PDF & Email

চুয়াডাঙ্গা (২৪জানুয়ারী) : চুয়াডাঙ্গায় শিশু অপহরণের অভিযোগে বদরগঞ্জ কলেজের তিন ছাত্রকে আটক করেছে সদর থানা পুলিশ।

আটকরা হলেন- সরোজগঞ্জ মাস্টার পাড়ার আকবর আলীর ছেলে শরিফুল ইসলাম (২২) কাচারী পাড়ার শ্রী মদন কুমারের ছেলে সুমির কুমার ঘোষ ( ২৩) ও নবীননগর গ্রামের মনির উদ্দিনের ছেলে ইউনুছ আলী(২১)।

পুলিশ সূত্রে জানা গেছে, সরোজগঞ্জ মাস্টার পাড়ার শহিদুল ইসলামের ছেলে নাহিদ হোসেন(৮) বুধবার বিকেলে থেকে নিখোঁজ হয়। তাকে বুধবার সন্ধ্যা ৭টার দিকে চুয়াডাঙ্গা শহরের বাস টার্মিনাল থেকে উদ্ধার করা হয়।

এসময় নাহিদের সঙ্গে থাকা তার প্রতিবেশী শরিফুলকে অপহরণের অভিযোগে আটক করে চুয়াডাঙ্গা সদর থানায় হস্তান্তর করা হয়। পরে বাকি দুইজনকে আটক করা হয়।

চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এরশাদুল কবির জানান, বুধবার সন্ধ্যার পর অপহরণের বিষয়টি নাহিদের বাবা শহিদুল ইসলাম মৌখিকভাবে অভিযোগ করেন। বুধবার রাতেই ওই তিন কলেজছাত্রকে আটক করা হয়।  

ওসি আরও জানান, তাদের বিরুদ্ধে বৃহস্পতিবার চুয়াডাঙ্গা সদর থানায় নাহিদের বাবা বাদী হয়ে মামলা দায়ের করেছেন। অভিযুক্তদের বৃহস্পতিবার আদালতে পাঠানো হবে বলেও জানান তিনি।

নিউজরুম

শেয়ার করুন