বকেয়া বেতনের দাবিতে আশুলিয়ায় শ্রমিক বিক্ষোভ, ভাঙচুর

0
236
Print Friendly, PDF & Email

সাভার (২৪জানুয়ারী) :  ঢাকার আশুলিয়ায় একটি তৈরি পোশাক কারখানায় বকেয়া বেতনের দাবিতে কর্মবিরতি ও বিক্ষোভ করেছে শ্রমিকরা। এ সময় তারা কারখানায় ভাঙচুর করলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার সকালে আশুলিয়ার আমতলার ডেকো গ্রুপের তৈরি পোশাক কারখানায় এ ঘটনা।

কারখানার শ্রমিকরা জানান, গত মাসের বকেয়া বেতন না দিয়ে শুধু সময় পার করছে কর্তৃপক্ষ। এছাড়া বিভিন্ন সময় টার্গেট সম্পূর্ণ না করতে পারলে কর্তৃপক্ষ শ্রমিকদের নির্যাতন ও গালিগালাজ করে। তাই আমরা কারখানার সব শ্রমিক একযোগে কাজ বন্ধ করে শ্রমিক নির্যাতন বন্ধ ও বকেয়া বেতনের দাবিতে কর্মবিরতি ও বিক্ষোভ করছি।
 
এদিকে, বিক্ষোভ চলাকালে কারখানা কর্তৃপক্ষ শ্রমিকদের বোঝানোর চেষ্টা করলে তারা উত্তেজিত হয়ে কারখানার জানালা, দরজা, সিসি ক্যামেরাসহ বিভিন্ন জিনিসপত্র ভাঙচুর করে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কর্তৃপক্ষ কারখানাটি আজকের জন্য ছুটি ঘোষণা করলেও শ্রকিরা তাদের বিক্ষোভ অব্যাহত রাখে।

পরে শিল্প পুলিশ প্রথমে শ্রমিকদের বোঝানোর চেষ্টা করে ব্যর্থ হলে লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ ব্যাপারে শিল্প পুলিশ-১ এর উপ-পরিচালক আব্দুল বাতেন জানান, বকেয়া বেতনের দাবিতে শ্রমিকরা বিক্ষোভ ও কর্মবিরতি পালনের সময় কিছু জিনিসপত্র ভাঙচুর করলে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য কারখানাটি আজকে ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

এছাড়া অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে বর্তমানে কারখানার সামনে বিপুল সংখ্যক শিল্প পুলিশ মোতায়েন রয়েছে।

নিউজরুম

শেয়ার করুন