স্পোর্টস ডেস্ক(২৪ জানুয়ারী): দ্বিতীয়বার দায়িত্ব নিয়েই ইঙ্গিতটা দিয়ে রেখেছিলেন লুইস ফেলিপে স্কলারি।সেটা ফলতেও দেরি হলো না। প্রথম দেওয়া দলটিতেই রেখেছেন রোনালদিনহোকে। প্রায়এক বছর পর ব্রাজিল জাতীয় দলে ফিরলেন রোনালদিনহো। তাঁর স্বপ্নের দরজাও কিখুলে গেল একই সঙ্গে?
আগের কোচ মানো মেনেজেস বাতিলের খাতায় ফেলেদিয়েছিলেন দুবারের ফিফা বর্ষসেরা ফুটবলারকে। এ জন্য অবশ্য রোনালদিনহো নিজেইদায়ী। ফুটবল ইতিহাসেরই অন্যতম সেরা প্রতিভা মনে করা হতো তাঁকে। শেষ দিকেসেই প্রতিভার প্রতি সুবিচার করেননি। উদ্দাম জীবন তাঁকে বেপথু করে দিয়েছিল।তবে আবার মন দিয়েছেন ফুটবলে। অ্যাটলেটিকো মিনেইরোর হয়ে দুর্দান্ত একটামৌসুম কাটছে। তার পরও মেনেজেসের নজর কাড়তে পারেননি।
এরই মধ্যে গতনভেম্বরে মেনেজেসকে সরিয়ে স্কলারিকে কোচ করেছে ব্রাজিল। লক্ষ্য নিজেদেরমাটির ২০১৪ বিশ্বকাপ জয়। ব্রাজিলের ২০০২ বিশ্বকাপজয়ী কোচও দায়িত্ব নিয়েইজানিয়ে দেন, দরকার হলে রোনালদিনহোর মতো অভিজ্ঞদের অভিজ্ঞতাকে কাজে লাগাবেন।২০০২ বিশ্বকাপ দিয়েই বিশ্বতারকা হয়ে ওঠা রোনালদিনহোও সাবেক গুরুর এমনআশ্বাস পেয়ে স্বপ্ন দেখতে শুরু করেন। কদিন আগে রোনালদিনহো বলেও দেন—খেলতেচান দেশের মাটির বিশ্বকাপে। অবশেষে রোনালদিনহোকে দলে ফিরিয়ে স্কলারি তাঁকেস্বপ্নপূরণের পথে হাঁটার সুযোগটাই যেন করে দিলেন।
আগামী ৬ ফেব্রুয়ারিইংল্যান্ডের বিপক্ষে একটা প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল। ওয়েম্বলির সেইম্যাচের জন্য গত পরশু ২০ সদস্যের দল ঘোষণা করেছেন স্কলারি। গত নভেম্বরদ্বিতীয় মেয়াদে ব্রাজিলের কোচ হয়ে আসার পর এই প্রথম দল দিলেন ‘বিগ ফিল’।তবে এই দলে শুধু রোনালদিনহোকেই নয়, অভিজ্ঞ গোলরক্ষক হুলিও সিজারকেও নিয়েছেনস্কলারি। বর্তমানে ইংলিশ প্রিমিয়ার লিগের দল কুইন্স পার্ক রেঞ্জার্সের ৩৩বছর বয়সী গোলরক্ষক ২০০৭-২০১১ পর্যন্ত ব্রাজিলের এক নম্বর গোলরক্ষক ছিলেন।কিন্তু মেনেজেসের চোখে তিনিও হয়ে পড়েছিলেন অপাঙেক্তয়। রোনালদিনহো-সিজারদুজনই জাতীয় দলের হয়ে সর্বশেষ ম্যাচটি খেলেছিলেন গত ফেব্রুয়ারিতে, বসনিয়া ওহার্জেগোভিনার বিপক্ষে।
রোনালদিনহো-সিজার ফিরলেও স্কলারির দলে নেইরিয়াল মাদ্রিদের মিডফিল্ডার কাকা। নেই রবিনহো, পাতোও। ৬৪ বছর বয়সী স্কলারিরদলে আছেন চেলসি-ত্রয়ী ডেভিড লুইজ, রামিরেস, অস্কার। আক্রমণভাগে নেইমারেরসঙ্গে হাল্ক, ফ্রেড ও লুইস ফ্যাবিয়ানো।
দলে ফেরানোর পর রোনালদিনহোকেপ্রশংসায় ভাসিয়েছেন স্কলারি। রোনালদিনহো ও নেইমারকে বিশ্বের অন্যতম সেরাদুই খেলোয়াড় দাবি করে স্কলারি বলেছেন, ‘খুব কমই আছে ওদের চেয়ে ভালো খেলতেপারে। আমি ভালো আচরণও চাই। বয়স যা-ই হোক না কেন, আমি চাই ওরা দায়িত্বশীলহবে।’
নিউজরুম