ভারতীয় হাইকমিশনার পঙ্কজ শরণের পার্টিতে সংবাদপত্রের সম্পাদকরা

0
124
Print Friendly, PDF & Email

ঢাকা (২৪জানুয়ারী) : কূটনীতি পাড়ায় কেবল রাজনীতিকদেরই পার্টি বা বৈঠক হয় না। দৈনিক পত্রিকার সম্পাদক, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, বেসরকারি সংস্থার (এনজিও) লোকজন এসব পার্টিতে অংশ নিচ্ছেন।

বুধবার রাতে এমনই এক পার্টি হয় ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার পঙ্কজ শরণের উদ্যোগে। রাত সাড়ে ৮টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত দুই ঘণ্টা এ পার্টি চলে।

ভারতীয় হাইকমিশনে আয়োজিত এ পার্টিতে ছিলেন দৈনিক ইত্তেফাকের সম্পাদক আনোয়ার হোসেন মঞ্জু, ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনাম, দৈনিক সমকালের সম্পাদক গোলাম সারওয়ার, ইউএনবির এনায়েতুল্লাহ খান, ইন্ডিপেন্ডেন্টের সম্পাদক মাহবুবুল আলম, বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক নঈম নিজাম, বিএসএস’র এমডি এহসানুল করিম হেলাল ও দৈনিক সংবাদের সম্পাদক আলতামাস কবীর।

কূটনীতিক ও রাষ্ট্রদূতদের উদ্যোগে আয়োজিত এসব পার্টি বাংলাদেশের বন্ধুপ্রতীম দেশ যুক্তরাষ্ট্র, ভারত, চীন এবং ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সঙ্গে সম্পর্ক সুদৃঢ় করতে ভূমিকা রাখে।

নিউজরুম

শেয়ার করুন