ড. ইউনূসই গ্রামীণ ব্যাংককে ধ্বংস করতে চাইছেন: অর্থমন্ত্রী

0
179
Print Friendly, PDF & Email

ঢাকা (২৩জানুয়ারী) : অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, গ্রামীণ ব্যাংককে ধ্বংসের চেষ্টা করছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস।বুধবার সন্ধ্যায় সচিবালয়ে সাংবাদিকদের কাছে তিনি এ কথা বলেছেন। অর্থমন্ত্রী বলেন, ড. ইউনূস গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা করেছিলেন, এখন নিজের হাতেই সেটি ধ্বংস করতে চাইছেন।

ড. ইউনুস গ্রামীণ ব্যাংক দখল করে আছেন বলেও মত দেন অর্থমন্ত্রী। তিনি বলেন, ড.ইউনুস নিজেকে ছাড়া গ্রামীণ ব্যাংকে চলতে দিতে চাননা।

তার ভাবনা তিনি ছাড়া এটি চলবেনা।এর আগে গ্রামীণ ব্যাংকের পরিচালনা পর্দের চেয়ারম্যান মোজাম্মেল হকের সঙ্গে প্রায় ঘণ্টা ব্যাপী বৈঠক করেন অর্থমন্ত্রী।বৈঠক শেষে মোজাম্মেল হক গ্রামীণ টেলিকমের ২০ হাজার কোটি টাকা অবৈধভাবে গ্রামীণ ট্রাস্ট নিয়ে নিয়েছে বলে অভিযোগ করেন।

নিউজরুম

শেয়ার করুন