মালয়েশিয়ায় জনশক্তি রফতানি প্রথম ১০ হাজার জনের বাছাই চলছে

0
130
Print Friendly, PDF & Email

ঢাকা (২৩জানুয়ারী) : সরকারিভাবে মালয়েশিয়া যেতে লটারির মাধ্যমে ১০ হাজার জনের বাছাই প্রক্রিয়া শুরু হয়েছে।

বুধবার বেলা তিনটার দিকে সচিবালয়ে মন্ত্রণালয়ের কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে লটারি শুরু হয়।

প্রাথমিক পর্যায়ে ১৪ লাখের বেশি জনকে ইউনিয়ন পর্যায় থেকে বাছাই করা হয়। পরে বিভাগীয় পর্যায়ে লটারির মাধ্যমে ৩০ হাজার জন নির্বাচিত। এদের মধ্যে থেকেই ১০ হাজার জনকে বাছাই করা হচ্ছে, তারা প্রথম ধাপে মালয়েশিয়ায় যাবে।

অনুষ্ঠানে উপস্থিত প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন সাংবাদিকদের বলেন, “আপনারা যারা আজ (বুধবার) নির্বাচিত হবেন না, তারা হতাশ হবেন না। কারণ এই ৩০ হাজার জন মালয়েশিয়া যাবেনই।”

অনুষ্ঠানে বৈদেশিক কর্মসংস্থান সচিব ড. জাফর আহমেদ থান উপস্থিত আছেন।

মালয়েশিয়ার সঙ্গে চুক্তি অনুযায়ী, জিটুজি (সরকার থেকে সরকার) প্রক্রিয়ায় কর্মী পাঠানো হচ্ছে।

নিউজরুম

শেয়ার করুন