সাংস্কৃতিক অনুষ্ঠানের বিদ্যালয়ের বেঞ্চ ব্যবহার

0
185
Print Friendly, PDF & Email

শিক্ষা ডেস্ক( জানুয়ারী): পটুয়াখালীর বাউফল উপজেলা আওয়ামী লীগের সম্মেলন উপলক্ষে আয়োজিত সাংস্কৃতিকঅনুষ্ঠানের মঞ্চ তৈরির জন্য দুটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বেঞ্চ ব্যবহারকরা হয়েছেএ কারণে বিদ্যালয়গুলোতে গতকাল মঙ্গলবার পাঠদান ব্যাহত হয়
দলীয়সূত্রে জানা গেছে, গতকাল দলীয় কার্যালয় জনতা ভবন চত্বরে উপজেলা আওয়ামীলীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়সরকারদলীয় হুইপ ও স্থানীয় সাংসদ আ সম ফিরোজের সভাপতিত্বে সকাল ১০টায় এ সম্মেলন শুরু হয়এতে প্রধান অতিথিছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খান মোশাররফ হোসেন
সম্মেলনেরপর সন্ধ্যার দিকে নেতা-কর্মীদের মনোরঞ্জনের জন্য বাউফল পাবলিক মাঠেসাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়এ অনুষ্ঠানের মঞ্চ তৈরির জন্য বাউফলআদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় ও দাশপাড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়থেকে গত সোমবার দুই শতাধিক বেঞ্চ নেওয়া হয়
বাউফল আদর্শ সরকারি প্রাথমিকবিদ্যালয়ের প্রধান শিক্ষক আসমা বেগম পাঠদান ব্যাহত হওয়ার কথা নিশ্চিত করেজানান, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদকগোলাম কিবরিয়ার নির্দেশে বেঞ্চ দেওয়া হয়
দাশপাড়া মডেল সরকারি প্রাথমিকবিদ্যালয়ের প্রধান শিক্ষক আফরোজা ইয়াছমিন বলেন, ‘বিদ্যালয় পরিচালনা কমিটি ওপৌর আওয়ামী লীগের সভাপতি এ কে এম হুমায়ন কবিরের নির্দেশে ১০৮টি বেঞ্চদেওয়া হয়েছেরাতের মধ্যে বেঞ্চগুলো পৌঁছে দেওয়া না হলে আগামীকালের (আজ)পাঠদান ব্যাহত হবে
গোলাম কিবরিয়া বেঞ্চ চাওয়ার সত্যতা নিশ্চিত করে বলেন, আগামীকাল যাতে পাঠদান ব্যাহত না হয়, সে ব্যবস্থা করা হবে
উপজেলাপ্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. লুফর রহমান জানান, বিদ্যালয় থেকে বেঞ্চনিয়ে মঞ্চ তৈরি করার বিষয়টি তিনি জানেন নাএ ব্যাপারে তিনি খোঁজ নিয়েব্যবস্থা নেবেনতিনি আরও জানান, এভাবে পাঠদান ব্যাহত করে বিদ্যালয়ের বেঞ্চনেওয়া ঠিক হয়নি

 

 

 

নিউজরুম

 

শেয়ার করুন