জোগানদারের সঙ্গে সম্পর্ক ছিন্ন করবে ওয়ালমার্ট

0
152
Print Friendly, PDF & Email

ব্যবসা ও অর্থনীতিডেস্ক(২ জানুয়ারী): মূল খুচরা বিক্রেতা প্রতিষ্ঠানের অজ্ঞাতে যেসব জোগানদার অন্য কারখানায় কাজসাব-কনট্রাক্ট দেবে, সেসব জোগানদারের সঙ্গে সম্পর্ক ছিন্ন করবে ওয়ালমার্ট
বিশ্বেরসবচেয়ে বড় খুচরা বিক্রেতা প্রতিষ্ঠানটি সম্প্রতি এই নীতি গ্রহণ করেছে বলেজানিয়েছে ওয়ালস্ট্রিট জার্নালগত বছর নভেম্বর মাসে বাংলাদেশে তাজরীনফ্যাশনসে ভয়াবহ অগ্নিকাণ্ডে শতাধিক শ্রমিকের প্রাণহানির পর ওয়ালমার্ট এসিদ্ধান্ত নিয়েছে
আগামী ১ মার্চ থেকে এই নীতি কার্যকর করা হবে বলে জানাগেছেএতে যেসব কারখানা থেকে ওয়ালমার্ট সরাসরি পণ্য ক্রয় করে থাকে, সেসবকারখানায় সরবরাহ কাজের বৈশ্বিক মানে কোনো ধরনের আপস করা হলে তাদের আর কোনোধরনের ছাড় দেওয়া হবে না
এর ফলে ওয়ালমার্ট তাদের প্রচলিত থ্রিস্ট্রাইকসনীতিতে বড় ধরনের পরিবর্তন আনতে যাচ্ছেএত দিন কোনো সমস্যাসমাধানে সর্বোচ্চ তিনবার সুযোগ দেওয়া হতোতারপর সম্পর্ক ছিন্ন করা হতো

 

নিউজরুম

 

শেয়ার করুন