প্রেসিডেন্ট পদক পেলেন র‌্যাবের ক্যাপ্টেন এম আশরাফ আলী

0
279
Print Friendly, PDF & Email

ঝিনাইদহ (২৩জানুয়ারী) : প্রেসিডেন্ট পদক পেয়েছেন র‌্যাব-৬ ঝিনাইদহ ক্যাম্পের সহকারী পরিচালক ক্যাপ্টেন এম আশরাফ আলী।

চরমপন্থী দমন ও গ্রেফতারে সাহসিকার পরিচয় দেওয়ায় মঙ্গলবার ঢাকার রাজারবাগ পুলিশ লাইনে র‌্যাব কর্মকর্তা এম আশরাফ আলীকে প্রধানমন্ত্রীর মাধ্যমে রাষ্ট্রপতি পদকে ভূষিত করা হয়।

র‌্যাব সূত্রে জানা যায়, গত ২০১২ সালে ২৩ সেপ্টেম্বর কালীগঞ্জ উপজেলার গোপালপুর গ্রামে সশস্ত্র চরমপন্থী দল নাশকতা ঘটানোর প্রস্তুতি নিচ্ছিল।
 
এ সময় র‌্যাবের ক্যাপ্টেন এম আশরাফ আলী ঘটনাস্থলে হানা দিয়ে অস্ত্রধারী দলের আঞ্চলিক নেতা ঘেনা বাহিনীর প্রধান মো. ঘেনা মোল্লাকে ঝাপটিয়ে ধরে তাকে আটক করেন। এই সাহসিকতা পরিচয় দেওয়ার জন্যই তাকে রাষ্ট্রপতি পদকে ভূষিত করা হয়েছে।

ইতিপূর্বে তিনি শ্রেষ্ঠ অফিসার নির্বাচিত হওয়ায় স্বরাষ্ট্রমন্ত্রীর বিশেষ পুরস্কারে ভূষিত হন। আশরাফ আলী প্রথমে সেনাবাহিনীর সেকেন্ড লে. পদে যোগদান করেন।

এরপর ২০১১ সালে তিনি র‌্যাব-৬ ঝিনাইদহ ক্যাম্পে কোম্পানি কমান্ডার হিসাবে যোগদান করেন। তার বাড়ি কিশোরগঞ্জ জেলা ভৈরব উপজেলা শহরে।

পিতা যুগ্ম-সচিব ড. আব্বাস আলী ও মা রওনক রহমান। ২০১২ সালে তিনি অরণ্য সিফাতের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন।

নিউজরুম

শেয়ার করুন