বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক(২৩ জানুয়ারী): স্মার্টফোনে একসঙ্গে দুই ধরনের কাজ করার জন্য দুটি আলাদা স্ক্রিন! জাপানেরইলেকট্রনিক পণ্য নির্মাতা এনইসি তৈরি করছে দুই স্ক্রিনের এমন একটিস্মার্টফোন। মিডিয়াস ডব্লিউ নামের এ স্মার্টফোনটিতে ৪.৩ ইঞ্চি মাপের দুটিস্ক্রিন রয়েছে। জাপানের মুঠোফোন সেবাদাতা এনটিটি ডকোমো গত মঙ্গলবার এস্মার্টফোন বাজারে আনার ঘোষণা দিয়েছে। এক খবরে এ তথ্য জানিয়েছে প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট ম্যাশেবল।
অ্যান্ড্রয়েড জেলিবিন নির্ভর মিডিয়াস ডব্লিউস্মার্টফোনটিতে দুইটি স্ক্রিনের পাশাপাশি ১.৫ গিগাহার্টজ ডুয়াল কোর সিপিইউ, ৮ মেগাপিক্সেল ক্যামেরা, এক গিগাবাইট র্যাম ও ১৬ গিগাবাইট তথ্য সংরক্ষণেরসুবিধা রয়েছে।
এ প্রসঙ্গে এনইসি’র ভাষ্য, মিডিয়াস ডব্লিউ স্মার্টফোনটিরদুটি স্ক্রিন এমনভাবে ভাঁজ করা যায় যাতে তা একটি স্ক্রিন হিসেবেও ব্যবহারকরা যায়। আবার প্রয়োজনে দুটি স্ক্রিন আলাদা আলাদাভাবেও ব্যবহার করার সুবিধারয়েছে মিডিয়াস ডব্লিউতে। একটি স্ক্রিন থেকে আরেক স্ক্রিনে একইঅ্যাপ্লিকেশন ব্যবহারের পাশাপাশি দুইটি স্ক্রিনে আলাদা অ্যাপ্লিকেশনব্যবহার করতে পারেন ব্যবহারকারী।
জাপানের বাজারে চলতি বছরের এপ্রিল মাস থেকে মিডিয়াস ডব্লিউ নামের এ স্মার্টফোনটি পাওয়া যাবে। এ স্মার্টফোনের দাম প্রকাশ করেনি এনইসি।
প্রসঙ্গত, এর আগে ২০১২ সালের ডিসেম্বরে রাশিয়ার ইলেকট্রনিক পণ্য নির্মাতা ইয়োটা দুই স্ক্রিনের স্মার্টফোন বাজারে আনার ঘোষণা দিয়েছিল।
নিউজরুম