সার্চ ইঞ্জিন গুগল নিরাপদ রাখতে নতুন উদ্যোগ

0
166
Print Friendly, PDF & Email

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক(২ জানুয়ারী): বিশ্বখ্যাত সার্চ ইঞ্জিন গুগল এবার ব্যবহারকারীর অ্যাকাউন্টকে নিরাপদ রাখতেনতুন উদ্যোগ নিয়েছেএ জন্য গুগল সব ব্যবহারকারীর নিজেদের অ্যাকাউন্টসুরক্ষার জন্য নতুন পদ্ধতি চালুর ব্যাপারে কাজ করছে বলে জানা গেছেএ জন্যপাসওয়ার্ড পদ্ধতিতে বেশ কিছু পরিবর্তন আসছে বলেও জানা গেছে
গুগল জানায়, বর্তমানে বিশ্বজুড়ে হ্যাকিংয়ের নানা সমস্যার কারণে অনেক ব্যবহারকারীইনিজের অ্যাকাউন্টকে নিরাপদ রাখতে জটিল এবং দীর্ঘ পাসওয়ার্ড দিয়ে থাকেনএতেঅনেক সময় ব্যবহারকারীরা নিজের এ জটিল পাসওয়ার্ড মনে রাখতে পারছেন নাবিষয়টিকে কীভাবে আরও সহজ করা যায়, তাই নিয়ে এখন কাজ চলছেইনস্টিটিউট অবইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারস (আইইইই) প্রকাশিতম্যাগাজিনের পরবর্তী সংস্করণে এ বিষয়ে বিস্তারিত তুলে ধরবেন গুগলেরনিরাপত্তা বিভাগের ভাইস প্রেসিডেন্ট এরিক গ্রস ও প্রকৌশলী মায়াংক উপাদ্যায়
নতুনপদ্ধতিতে মোবাইল ফোন, ইউএসবি কিংবা স্বর্ণালংকারও যাতে পাসওয়ার্ড হিসেবেব্যবহার করা যায়, এমন কোনো পদ্ধতি আনতে চাইছে গুগলএ জন্য ইউবিকি নামেরএকটি বিষয়ে পরীক্ষা চালাচ্ছে সার্চ ইঞ্জিন প্রতিষ্ঠানটিএর ফলে যেকোনোগুগল-নির্ভর ই-মেইল অ্যাকাউন্ট বা বিশেষ নিরাপত্তাটি ল্যাপটপের ইউএসবিতেযুক্ত করলে সরাসরি পাসওয়ার্ড চলে আসবেএর ফলে আর জটিল পাসওয়ার্ড মনে রাখারবিষয়টি থাকবে নাআর ব্যবহারকারীরা সহজেই পাসওয়ার্ড ছাড়াই অ্যাকাউন্টেপ্রবেশ করতে পারবেন
এর বাইরে স্মার্টকার্ড ভিত্তিক বিশেষ ব্যবস্থানিয়েও ভাবছে গুগলএক কথায় ব্যবহারকারীদের সুবিধা হয় এমন বিভিন্ন প্রযুক্তিনিয়েই কাজ করছে গুগল বলে জানালেন নতুন এ প্রকল্পের সঙ্গে যুক্ত দলেরসদস্যরাগুগলের এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন নিরাপত্তা বিশেষজ্ঞরাতাঁদের মতে, নিরাপত্তা সুরক্ষার ক্ষেত্রে এ ধরনের সুবিধার বিকল্প নেই

 

 

 

নিউজরুম

 

শেয়ার করুন