গ্যালাক্সি ট্যাব থ্রি বাজারে

0
134
Print Friendly, PDF & Email

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক(২ জানুয়ারী): গ্যালাক্সি ট্যাবের নতুন সংস্করণ গ্যালাক্সি ট্যাব থ্রি বাজারে আনতে পারেদক্ষিণ কোরিয়ার ইলেকট্রনিক পণ্য নির্মাতা প্রতিষ্ঠান স্যামসাংস্যামসাংঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, শিগগিরই দুইটি মডেলে বাজারে আসতে পারেগ্যালাক্সি ট্যাবের তৃতীয় সংস্করণএক খবরে এ তথ্য জানিয়েছে এনডিটিভি
স্যামসাংয়েরঘনিষ্ঠ একটি সূত্র স্যামসাং সংশ্লিষ্ট ব্লগ স্যামমোবাইলে ফোনব্লেটসম্পর্কে এ তথ্য প্রকাশ করেছেস্যামমোবাইলে দেয়া তথ্য অনুযায়ী, ৭ ইঞ্চি ও১০.১ ইঞ্চি মাপের দুটি মডেলে বাজারে আসতে পারে গ্যালাক্সি ট্যাব থ্রি
গ্যালাক্সিট্যাবের তৃতীয় সংস্করণ ছাড়াও রোমাকোডনামের নতুন একটি ট্যাবলেট তৈরিকরছে বলেও খবর প্রকাশিত হয়েছেযদিও ট্যাবলেটটির ৫ মেগাপিক্সেলের ক্যামেরাছাড়া এর আর কোন বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি
এদিকে সিনেট-এরএক খবরে বলা হয়, ৮ ইঞ্চি মাপের একটি গ্যালাক্সি নোট ট্যাব বাজারে আসতে পারেবলে নিশ্চিত করেছেন স্যামসাং-এর মোবাইল বিভাগের প্রধান জে কে শিন

 

নিউজরুম

 

 

শেয়ার করুন