শ্রীলঙ্কায় সংগীত উৎসব

0
145
Print Friendly, PDF & Email

বিনোদন ডেস্ক(২২ জানুয়ারী): শ্রীলঙ্কার সংগীত উসবে এবার গান করবে বাংলাদেশের ব্যান্ড চিরকুটচিরকুটেরসদস্য সুমী জানান, ‘জাফনা সংগীত উসব ২০১১গল সংগীত উসব ২০১২’-এরআয়োজকেরা এবার যৌথভাবে একটি সংগীত উসবের আয়োজন করেছেনএখানেউচ্চাঙ্গসংগীতের পাশাপাশি থাকবে ব্যান্ডের গান, লোকগান ও ফিউশনএই উসবেআগামী ১ ও ২ মার্চ জাফনায় এবং ৪ মার্চ কলম্বোতে গান গাইবে চিরকুটসবটিআয়োজনে সহযোগিতা করছে শ্রীলঙ্কার নরওয়ের দূতাবাস ও ইউএসএইড
সুমী বলেন, ‘সম্প্রতি আমরা ভারতে স্থানীয় নরওয়ে দূতাবাসের আমন্ত্রণে কয়েকটি কনসার্টেগান গেয়েছিএরপর শ্রীলঙ্কার আমন্ত্রণটি পেয়েছিএ ধরনের উসব সংগীতের জন্যবড় প্ল্যাটফর্মএখানে বিশ্বের বিভিন্ন দেশের ব্যান্ড ও শিল্পীরা অংশনেবেনফলে নিজেদের গান শোনানোর পাশাপাশি সবার সঙ্গে পরিচিত হওয়া যায়অন্যান্য দেশের ব্যান্ড ও শিল্পীরা কী ধরনের চর্চা করছেন, তা জানা যায়নিজেরা আরও সমৃদ্ধ হওয়ার সুযোগ পাই
সুমী আরও জানান, সবে অংশ নেওয়ার জন্য আগামী ২৭ ফেব্রুয়ারি তাঁরা শ্রীলঙ্কায় যাবেন

 

 

 

নিউজরুম

 

শেয়ার করুন