ঢাকা (২৩জানুয়ারী) : প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী সেপ্টেম্বর অক্টোবরে রুপপুরের পারমানবিক বিদ্যু কেন্দ্রের নির্মাণ কাজ শুরু করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেছেন। তবে এরইমধ্যে বাংলাদেশকে বেশকিছু কাজ করতে হবে। রাশিয়া প্রযুক্তিগত ও অর্থায়নে সহযোগিতা করতে প্রস্তুত রয়েছে।
বুধবার প্রধানমন্ত্রী তার সাম্প্রতিক রাশিয়া সফরের অভিজ্ঞতা দেশবাসীকে জানাতে আয়োজিত সংবাদ সম্মেলনে এ আশাবাদ ব্যক্ত করেন।
রাশিয়াকে পরমবন্ধু উল্লেখ করে শুল্কমুক্ত পন্য আমদানি করার জন্য দেশটিকে অনুরোধ করা হয়েছে বলেও জানান প্রধানমন্ত্রী
উল্লেখ্য, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৪ থেকে ১৬ জানুয়ারি রাশিয়া সফর করেন। এ সময় পরমাণু বিদ্যুৎকেন্দ্র স্থাপন, কৃষি, প্রতিরক্ষা, শিক্ষা, ব্যবসা-বাণিজ্য ও সংস্কৃতি বিনিময়সহ বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশ ও রাশিয়ার মধ্যে তিনটি চুক্তি ও ছয়টি সমঝোতা স্মারক সই হয়।
নিউজরুম