বিনোদন ডেস্ক(২২ জানুয়ারী): প্রিয়াঙ্কা চোপড়ার বাবা চাইতেন, মেয়ে বড় সংগীতশিল্পী হোন। প্রিয়াঙ্কাসংগীতের পথে না হেঁটে পা রেখেছিলেন বলিউডের দুনিয়ায়। তবে প্রথম ছবিথামিঝান-এ একটি গানও করেছিলেন। এরপর ব্লাফমাস্টার ছবির একটি গান রেকর্ডকরেছিলেন ২০০৫ সালে। সেটা আর পরে প্রকাশ করেননি প্রিয়াঙ্কা। গত বছর বাজারেএসেছে তাঁর প্রথম সিঙ্গেল ‘ইন মাই সিটি’। বেশ ভালোই সাড়া পেয়েছেনপ্রিয়াঙ্কা গানটি দিয়ে।
শোনা যাচ্ছে, এবার নাকি ৪৫টি গান লিখে ফেলেছেনএই তারকা। তবে কবে রেকর্ড করবেন বা গানের বিস্তারিত কিছুই জানা যায়নি। সময়হলেই নাকি বিস্তারিত জানাবেন প্রিয়াঙ্কা।
নিউজরুম