বিয়ে ও কাজ দুটোই আলাদা- বিদ্যা

0
135
Print Friendly, PDF & Email

বিনোদন ডেস্ক(২২ জানুয়ারী): বিয়ের পর অভিনেত্রীদের একটি প্রশ্ন অবশ্যই শুনতে হয়, ‘বিয়ে কি আপনারক্যারিয়ারে কোনো নেতিবাচক প্রভাব ফেলবে?’ বিদ্যা বালানও এমন প্রশ্নেরমুখোমুখিউত্তরে তিনি বললেন, ‘আমি অভিনেত্রী এবং আমি বিবাহিতদুটি আলাদাবিষয়আমি ও সিদ্ধার্থ একে অপরের এবং আমাদের কাজের প্রতি শ্রদ্ধাশীলআগামী ২১ জুন মুক্তি পাচ্ছে তাঁর নতুন ছবি ঘানচক্কররাজকুমার গুপ্তপরিচালিত এই ছবিতে বিদ্যার সঙ্গে অভিনয় করছেন এমরান হাশমি
বিদ্যাবললেন, ‘বিয়ের পর এবারই প্রথম আমার ছবি মুক্তি পেতে যাচ্ছেতাই এই ছবিআমার কাছে খুব গুরুত্বপূর্ণএমরানের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা অনন্য

 

 

 

নিউজরুম

 

শেয়ার করুন