কেপ ভার্দে স্বপ্ন দেখছে কোয়ার্টার ফাইনালের

0
136
Print Friendly, PDF & Email

স্পোর্টস ডেস্ক(২৩ জানুয়ারী): ছোট্ট একটা দ্বীপরাষ্ট্রআয়তন মাত্র চার হাজার ৩৩ বর্গকিলোমিটারবিশ্বফুটবল মানচিত্রেও কেপ ভার্দে অস্পষ্ট এক বিন্দু হয়েই ছিল এত দিনসেই কেপভার্দেই এখন স্বপ্ন দেখছে কোয়ার্টার ফাইনালেরপ্রথমবার আফ্রিকান নেশনসকাপে খেলতে আসা পুঁচকেকেপ ভার্দে পারবে?
টুর্নামেন্ট শুরুর আগে কেপভার্দের কোচ লুইস আন্তুনেস যখন বলেছিলেন, কোয়ার্টার ফাইনালে ওঠার সামর্থ্যতাঁদের আছে, প্রতিপক্ষ কোচরা হয়তো মুখটিপে হেসেছিলেনকিন্তু প্রথম ম্যাচেরপর দৃশ্যপট পাল্টে গেছেচারবারের চ্যাম্পিয়ন ক্যামেরুনকে হারিয়ে নেশনসকাপে প্রথম জায়গা করে নেওয়াটা যে ফু্লকছিল না, কেপ ভার্দে প্রথম ম্যাচেইতা প্রমাণ করেছেস্বাগতিক দক্ষিণ আফ্রিকার সঙ্গে গোলশূন্য ড্র দিয়ে শুরুহয়েছে তাদের স্বপ্নযাত্রা
ওই আত্মবিশ্বাস পুঁজি করেই আজ দ্বিতীয় ম্যাচখেলতে নামছে কেপ ভার্দেপ্রতিপক্ষ ১৯৭৬ সালের চ্যাম্পিয়ন মরক্কোগ্রুপেরচার দলেরই একটি করে পয়েন্টআজ জিতলেই তাই কোয়ার্টার ফাইনালের পথটা প্রশস্তহবেশিষ্যদের নিয়ে সেই স্বপ্নই দেখছেন আন্তুনেসভদ্রলোক পেশায় বিমানেরট্রাফিক নিয়ন্ত্রকসেখান থেকে তিন বছরের ছুটি নিয়ে জাতীয় দলের কোচেরদায়িত্ব নিয়েছেনমরক্কো ম্যাচের আগে তাঁর কণ্ঠে ঝরল আত্মবিশ্বাস, ‘দক্ষিণআফ্রিকার বিপক্ষে ফলটা আমার দলকে প্রচণ্ড আত্মবিশ্বাসী করে তুলেছে
এদিকে, পরশু বদলি খেলোয়াড় অ্যালাইন ট্রাওরের শেষ মুহূর্তের গোলে ১০ জনের দলনাইজেরিয়াকে ১-১ গোলে রুখে দিয়েছে বুরকিনা ফাসোযোগ করা সময়ের চতুর্থমিনিটে সমতাসূচক গোলটি করেছেন ট্রাওরেঅন্যদিকে, ১০ জনের দল হয়েও তিন দশকপর নেশনস কাপে খেলতে আসা ইথিওপিয়া বর্তমান চ্যাম্পিয়ন জাম্বিয়ার সঙ্গে ১-১ড্র করেছেঅথচ ৬৫ মিনিটে আদান গ্রিমার সমতাসূচক গোলের আগ পর্যন্ত সময়টাছিল ইথিওপিয়ার জন্য দুঃস্বপ্ন২৩ মিনিটে পেনাল্টি মিস করেন সালাদিন সাইদ৩৫ মিনিটে লাল কার্ড পেয়ে হতাশাটা আরও বাড়িয়ে দেন গোলরক্ষক জেমাল তাসাউপ্রথমার্ধের যোগ করা সময়েই আবার গোল করে এগিয়েও যায় জাম্বিয়াএএফপি

 

 

 

নিউজরুম

 

শেয়ার করুন