চমত্কার এক জয় নিউজিল্যান্ডের

0
139
Print Friendly, PDF & Email

স্পোর্টস ডেস্ক(২৩ জানুয়ারী): কিম্বার্লিতেএক যুগ আগে ২৮৭ রান করে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হেরেছিল নিউজিল্যান্ডকাল বারো বছর আগের সেই দুঃখ ভুলে প্রোটিয়াদের বিপক্ষে কিম্বার্লিতেইচমত্কার এক জয় তুলে নিয়েছে কিউইরাটেস্ট সিরিজটা বাজে কাটানোর পর কালকেরএই জয়ে ওয়ানডে সিরিজটা দারুণভাবেই জিতে নিল নিউজিল্যান্ড
প্রথমেব্যাট করে স্কোরবোর্ডে ২৭৯ রান তোলা নিউজিল্যান্ডের জয়টা এসেছে ২৭ রানে২৮০ রানের লক্ষ্যমাত্রা নিয়ে খেলতে নেমে দক্ষিণ আফ্রিকার ইনিংস থেমে যায়২৫২ রানে
টসে হেরে প্রথমে ব্যাট করা নিউজিল্যান্ডের ইনিংসের মেরুদণ্ডছিল কেইন উইলিয়ামসনের অনবদ্য ১৪৫ রান১৩৬ বল খেলে ১৭টি চার ও ১টি ছয়েরমারের এই ইনিংসটিই নিউজিল্যান্ডের সংগ্রহ নিয়ে যায় দারুণ এক উচ্চতায়কেইন উইলিয়ামসনের দারুণ এই ইনিংসটির পর সর্বোচ্চ রান অবশ্য ৪৮গ্র্যান্টএলিয়টের ব্যাট থেকে আসা এই স্কোরটি ছাড়া বিশের ওপরে রান নেই আর কোনো কিউইব্যাটসম্যানেরতৃতীয় সর্বোচ্চ ১৯ রান আসে নাথান ম্যাককালামের ব্যাটথেকে
মরনে মরকেল ছিলেন কালকের সেরা প্রোটিয়া বোলারতিনি তুলে নেন ৩উইকেটতবে খরচের খাতার অঙ্কটা তাঁর একটু বড়ই (৭১)মরকেলের পাশাপাশিক্লেইনভেডল্ট ও লোনওয়াবো সোতসবে যথাক্রমে ৪৫ ও ৩৮ রানের বিনিময়ে ২টি করেউইকেট তুলে নিলে নিউজিল্যান্ডের সংগ্রহ আর তিন শ ছোঁয়নি
নিউজিল্যান্ডের২৭৯ রানের জবাবে দক্ষিণ আফ্রিকার জবাবটা ছিল দারুণ৩৮ রানে প্রথম উইকেটহারানোর পরও প্রোটিয়ারা একপর্যায়ে সেই এক উইকেটেই তুলে ফেলেছিল ১৫২ রান১৬৭ রানে দ্বিতীয় উইকেট হারানোর পরেই মূলত খেই হারিয়ে ফেলে দক্ষিণআফ্রিকার ব্যাটিংনিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে কক্ষচ্যুত হয়ে পড়েতারাদক্ষিণ আফ্রিকা ১৭৪ রানে তৃতীয়, ১৮০ রানে চতুর্থ, ২১১ রানে পঞ্চম, ২১৫ রানে ষষ্ঠ, ২১৬ রানে সপ্তম, ২২৪ রানে অষ্টম ও ২৩২ রানে নবম উইকেটহারালে খুব দ্রুতই ম্যাচ চলে যায় নিউজিল্যান্ডের দখলেম্যাচের ৫ বল বাকিথাকতে নিউজিল্যান্ডের সংগ্রহের চেয়ে ২৭ রানে পিছিয়ে থেকে দক্ষিণ আফ্রিকারইনিংস শেষ হয় ২৫২ রানে
দক্ষিণ আফ্রিকার কলিন ইনগ্রামের ব্যাট থেকেআসে সর্বোচ্চ ৭৯ রানগ্রায়েম স্মিথ করেন ৬৯ রানতৃতীয় সর্বোচ্চ ৩১ রানআসে বেহারদিয়েনের ব্যাট থেকে
কিউই বোলারদের মধ্যে কাইল মিলস তুলে নেনদুই উইকেটমিলসের পাশাপাশি নাথান ম্যাককালাম, জেমস ফ্র্যাঙ্কলিন ও জিমিনিশাম তুলে নেন একটি করে উইকেটসূত্র: রয়টার্স
সংক্ষিপ্ত স্কোর
নিউজিল্যান্ড ২৭৯/৮ (৫০ ওভার)
উইলিয়ামসন ১৪৫, এলিয়ট ৪৮
মরকেল ৩/৭১, ক্লেইনভেডল্ট ২/৪৫, সোতসবে ২/৩৮
দক্ষিণ আফ্রিকা ২৫২/১০ (৪৯.১ ওভার)
ইনগ্রাম ৭৯. স্মিথ ৬৯
মিলস ২/২৮
(
নিউজিল্যান্ড ২৭ রানে জয়ী)

 

 

 

নিউজরুম

 

শেয়ার করুন