গাজীপুরে পোশাক কারখানায় আগুন, আহত ৫০

0
147
Print Friendly, PDF & Email

গাজীপুর (২৩জানুয়ারী) : গাজীপুর সদর উপজেলার কোনাবাড়ীর আমবাগ রোডে একটি তৈরি পোশাক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ সময় শ্রমিকরা কাজ করছিলেন বলে জানা গেছে।বুধবার পৌনে ১১টার দিকে এ আগুন লাগে। আগুনের কারণ জানা যায়নি।

এমএম গ্রুপের পল্লী কনসেশন সোয়েটার লিমিটেড নামের গার্মেন্টস কারখানাটির ৮তলা ভবনের ৭ম ও ৮ম তলায় প্রথমে আগুন লাগে। পরে নিচের গ্যারেজেও আগুন লাগে।  

প্রত্যক্ষদর্শীরা জানান, আগুন লাগার পর তাড়াহুড়ো করে নামার সময় ৪০ থেকে ৫০ জন শ্রমিক আহত হয়েছেন। ভেতরে আরও এক থেকে দেড়শ’ শ্রমিক ‍আটকা পড়ে আছেন।

কর্তৃপক্ষ সাংবাদিকদের ভেতরে ঢুকতে দিচ্ছেন না। যে কারণে সঠিক তথ্য পেতে বেগ পেতে হচ্ছে।

গাজীপুর ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক আখতারুজ্জামান লিটন বলেন, “আগুনের ভয়াবহতা নেই। তবে ভেতরে কিছু আগুন থাকতে পারে। আমাদের চারটি ইউনিট এখনো কাজ করে যাচ্ছে। তবে আগুন লাগার কারণ এখনও জানা যায়নি।”

এদিকে, কোনাবাড়ী পুলিশ ফাঁড়ির সহকারী উপকমিশনার হেলাল উদ্দিন আগুন লাগার বিষয়টি নিশ্চিত করে বলেছেন, আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি।

নিউজরুম

শেয়ার করুন