সিংড়ায় ব্রীজের টোল আদায় বন্ধের দাবিতে মানববন্ধন, বিক্ষোভ মিছিল

0
151
Print Friendly, PDF & Email

নিজস্ব প্রতিবেদক, (২২জানুয়ারী): নাটোরের সিংড়া গুড় নদীর উপর নির্মিত ব্রীজের টোল আদায় বন্ধের দাবিতে মানববন্ধন করেছে সিংড়া উপজেলা মালিক শ্রমিক ঐক্য পরিষদ।

 

মঙ্গলবার সকালে নাটোর-বগুড়া মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করে। প্রায় ১ঘন্টার এই মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে গিয়ে একটি স্বারক লিপি পেশ করা হয়। এসময় বিভিন্ন মালিক সমিতির প্রায় ১২টি সংগঠনের কয়েক হাজার মালিক শ্রমিক সমবেত হয়ে অবিলম্বে সিংড়া ব্রীজের টোল আদায় বন্ধ করার দাবি জানান।

 

বাস মালিক সমিতির সভাপতি মোবারক হোসেনের সভাপতিত্ত্বে ও সাধারণ সম্পাদক হাসান ইমামের সার্বিক পরিচালনায় বক্তব্য রাখেন, ট্রাক মালিক সমিতির সভাপতি রিংকু, শ্রমিক নেতা এসএম বাদল, মটর শ্রমিক সমিতির সভাপতি আমিন উদ্দিন, সাধারণ সম্পাদক আব্দুস সালাম, মাইক্রোবাস মালিক সমিতির সভাপতি আইয়ূব খান, কার সমিতির সাধারণ সম্পাদক রেজাউল করিম বাচ্চু, ভুটভুটি সমিতির সভাপতি সেলিম রেজা সেন্টু প্রমূখ।

 

 

 

সম্পাদনা, আনোয়ার হোসেন আলীরাজ

 

 

 

 

 

 

 

 

 

শেয়ার করুন