মোফাজ্জল হোসেন, নওগাঁ (২২জানুয়ারী) : সোমবার বেলা ১২টায় বেসরকারী উন্নয়ন সংস্থা বরেন্দ্র ভূমি সমাজ উন্নয়ন সংস্থা (বিএসডিও) নওগাঁয় কর্মরত বিভিন্ন সরকারি কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের নিয়ে তাদের এনএসএ প্রকল্পের উপর এক সমন্বয় সভা অনুষ্ঠিত করে।
সংস্থার প্রজেক্ট ম্যানেজার আতাউর রহমানের সঞ্চলনে এবং ইউডিসি সদস্য রোজিনা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সমন্বয় সভায় নওগাঁ সদর উপজেলার এমও ডাঃ জান্নতুন নাঈম, সহকারি কৃষি কর্মকর্তা ইদ্রিস আলি, পশু সম্পদ কর্মকর্তা সমরেস চন্দ্র পাল, সমাজ সেবা কর্মকর্তা মাহাবুবুল আলম, সাজেদুর রহমান, পলী উন্নয়ন কর্মকর্তা মাহফুজুর রহমান, যুবউন্নয়ন কর্মকর্তা মাহমুদ আখতার নওগাঁ পৌর সভার কাউন্সিলর রিনা রহমান, প্রদীপ সরকার ও শেখ আব্দুল মালেক খোয়াজ উপস্থিত থেকে আলোচনায় অংশ গ্রহন করেন।
নওগাঁয় ভেজাল বিরোধী আলোচনা সভা
খাদ্যে ভেজাল ও ক্ষতিকর রাসায়নিক দ্রব্য মিশ্রন প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে নওগাঁয় র্যালী ও আলোচনা সভার আয়োজন করেছে জেলা তথ্য অফিস। সোমবার বেলা ১২ টায় শহরের কেডি স্কুল মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, নওগাঁর জেলা প্রশাসক মোঃ এনামূল হক। এতে সভাপতিত্ব করেন- অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ তাহমিদুল ইসলাম।
এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নওগাঁর অতিরিক্ত পুলিশ সুপার আহমার উজ্জামান, জেলা শিক্ষা অফিসার রেজাউল ইসলাম, জেলা প্রেসক্লাবের সভাপতি কায়েস উদ্দীন, জেলা তথ্য অফিসার আব্দুলাহিল মারম্নফ প্রমূখ। এর আগে শহরের জিলা স্কুল চত্বর থেকে একটি বর্নাঢ্য র্যালী বের করা হয়। র্যালীটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে।
নওগাঁয় আব্দুল জলিলের ৭৪তম জন্ম বার্ষিকী পালিত
নওগাঁয় আব্দুল জলিল ফাউন্ডেশন এর উদ্যোগে বাংলাদেশ আওয়ামীলীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য মোঃ আব্দুল জলিল এমপি’র ৭৪ তম জন্ম বার্ষিকী পালিত হয়েছে।
এ উপলক্ষে সোমবার রাত ১২টা ১ মিনিটে শহরের মুক্তির মোড়স্থ টুষ্টার হোটেলে বর্নাঢ্য আয়োজনের মধ্য দিয়ে কেক কেটে জন্মউৎসব পালন করা হয়।
এ সময় আব্দুল জলিল ফাউন্ডেশনের সভাপতি আসিফ উল ইসলাম রানা, সাধারন সম্পাদক তাজুল ইসলাম তোতা, সদস্য আহসানুর কবির চৌধুরী জুয়েল, মেহেদি হাসান, শেখ কামরম্নজ্জামান মাহমুদ প্রমুখ উপস্থিত ছিলেন। এর আগে তাঁর রোগ মুক্তি ও দীর্ঘায়ু কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
সম্পাদনা, আলীরাজ