জেল হত্যা মামলা: আপিল শুনানি বুধবার পর্যন্ত মুলতবি

0
182
Print Friendly, PDF & Email

ঢাকা (২২জানুয়ারী) : জেল হত্যা (জাতীয় চার নেতা) মামলার আপিলের শুনানি বুধবার পর্যন্ত মুলতবি করেছেন আদালত।

মঙ্গলবার সকালে প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেনের নেতৃত্বে আপিল বিভাগের ছয় সদস্যের বেঞ্চ দ্বিতীয় দিনের শুনানি শেষে এ ঘোষণা দেন।

শুনানিতে রাষ্ট্রপক্ষের সাক্ষীদের জবানবন্দি আদালতে উপস্থাপন করেন এ মামলায় অ্যাটর্নি জেনারেলের মর্যাদায় নিযুক্ত রাষ্ট্রপক্ষের প্রধান প্রসিকিউটর অ্যাডভোকেট আনিসুল হক।

এর আগে ১৫ জানুয়ারি প্রথম দিনের মতো শুনানি অনুষ্ঠিত হয়। ওইদিন আদালত পরবর্তী শুনানির জন্য ২২ জানুয়ারি দিন নির্ধারণ করেন।

আদালতে রাষ্ট্রপক্ষে উপস্থিত ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম, অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এম কে রহমান, মমতাজ উদ্দিন ফকির ও মুরাদ রেজা। এ সময় আদালতে উপস্থিত ছিলেন রাষ্ট্রনিযুক্ত আসামিপক্ষের আইনজীবী ব্যারিস্টার আব্দুল্লাহ আল মামুন।

প্রসঙ্গত, ব্যারিস্টার আব্দুল্লাহ আল মামুন ছিলেন বঙ্গবন্ধু হত্যা মামলার দুই আসামি বজলুল হুদা ও একেএম মহিউদ্দিনের আইনজীবী। প্রথম দিনের শুনানিতে আদালতে আনিসুল হক সাতজন সাক্ষীর সাক্ষ্য উপস্থাপন করেন।

উল্লেখ্য, ১৯৭৫ সালের ৩ নভেম্বর মহান মুক্তিযুদ্ধ পরিচালনাকারী বাংলাদেশের প্রথম অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম, প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদ, মন্ত্রিসভার সদস্য ক্যাপ্টেন এম মনসুর আলী এবং এএইচএম কামরুজ্জামানকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দি অবস্থায় হত্যা করা হয়।

নিউজরুম

 

শেয়ার করুন