ডিন ও বিভাগীয় প্রধানের অপসারণ দাবি শাবিতে ব্যবসায় প্রশাসন ভবনে তালা

0
197
Print Friendly, PDF & Email

সিলেট ( ২২জানুয়ারী) : সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবি) ব্যবস্থাপনা ও ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন এবং বিভাগীয় প্রধানের অপসারণ দাবিতে ব্যবসায় প্রশাসন ভবনে তালা দিয়েছেন শিক্ষার্থীরা।

মঙ্গলবার সকাল ৮টায় শ’ দেড়েক শিক্ষার্থী গেটে তালা ঝুলিয়ে গেটে অবস্থান নেয়। এতে বিভাগের কার্যক্রম অচল হয়ে পড়ে।

আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, তাদের দাবি না মানা পর্যন্ত এ আন্দোলন অব্যাহত থাকবে।

এর আগে ২০ জানুয়ারি দাবি মেনে নিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ২৪ ঘণ্টা সময় বেঁধে দেন আন্দোলনরত শিক্ষার্থীরা। কিন্তু ২৪ ঘণ্টা পার হলেও দাবি মেনে না নেওয়ায় পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী, সকাল ৮টা থেকে বিভাগ বন্ধ করে দেন তারা।

শিক্ষার্থীরা জানিয়েছেন, ব্যবস্থাপনা ও ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন এবং ব্যবসায় প্রশাসন বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. নজরুল ইসলামের বিরুদ্ধে দায়িত্বে অবহেলা, স্বেচ্ছাচারিতা, অসৌজন্যতা, দুর্নীতি, সাংস্কৃতিক কর্মকাণ্ড পালনে বাধাসহ আরো নানা অভিযোগ আনা হয়েছে। এসব অভিযোগের ভিত্তিতে তাকে দায়িত্ব থেকে অপসারণের দাবিতে ২০ জানুয়ারি উপাচার্য বরাবর স্মারকলিপি এবং ২১ জানুয়ারি মানববন্ধন কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা।

এ ব্যাপারে বিভাগীয় প্রধান অধ্যাপক ড. নজরুল ইসলামের সেল ফোনে যোগাযোগ করা হলে তিনি তাৎক্ষণিক কোনো বক্তব্য দিতে রাজি হননি।

নিউজরুম

 

শেয়ার করুন